আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৮:১৩

বেনাপোলে দুই মোটরসাইকেলের সংঘর্ষে পৌর ছাত্রলীগ নেতা নিহত

যশোরের বেনাপোলে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সুমন মাহমুদ (৩২) নামে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছে। তিনি বেনাপোল পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক।

বুধবার (১১ই মে) সকালে ঢাকা নিউরোসাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত সুমন মাহমুদ বেনাপোল পোর্ট থানার নারায়নপুর গ্রামের মৃত ইয়ার আলীর ছেলে।

জানা যায়, গত ৭ই মে রাতে সুমন মাহমুদ বেনাপোল বাজার থেকে বাসায় ফিরছিলো। পথিমধ্যে বেনাপোল পৌরসভার পাশে টিভিএস মোটরসাইকেল শোরুমের সামনে তিনি পৌঁছালে অপর দিক আসা আরেকটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে সুমন মারাত্নক আহত হলে তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা নিউরো সাইন্স হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়।

আরো সংবাদ