আজ - রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সন্ধ্যা ৭:৫৯

বেনাপোলে সাবেক মেয়র আশরাফুল আলম লিটন’র বিরুদ্ধে ঝাঁটা মিছিল

যশোরের বেনাপোল পৌরসভার সাবেক মেয়র আশরাফুল আলম লিটন এর বিরুদ্ধে পৌরসভার কোটি কোটি টাকার দূর্ণীতি প্রমান পাওয়ায় দূর্ণীতি বিরোধী বিক্ষোভ সমাবেশ করেছে বেনাপোল সচেতন নাগরিক কমিটি।

বৃহস্পতিবার ১৬ মার্চ বেলা ১১টার সময় বন্দর নগরী বেনাপোল পৌরসভার রাজপথে সচেতন নাগরিক কমিটির সকল শ্রেণি পেশার নারী পুরুষের সমন্বয়ে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

নাগরিক কমিটির সদস্যরা এসময় দূর্ণীতিবাজ মেয়রের বিরুদ্ধে ঝাড়ু হাতে শ্লোগান দেন এবং প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে আইনের আওতায় আনতে প্রতিবাদী কন্ঠ তোলেন।

বেনাপোল পৌর আওয়ামীলীগের সভাপতি এনামুল হক মুকুল বলেন, বেনাপোল ট্রাক টার্মিনাল সহ পৌরসভার বিভিন্ন অর্থ আত্মসাৎ সহ মেয়রের বিরুদ্ধে অনেক দূর্ণীতির অভিযোগ রয়েছে। আমরা চাই বিষয়টি তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।

শার্শা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি অহিদুজ্জামান অহিদ বলেন সাবেক মেয়র আশরাফুল আলম লিটন জনগন ও পৌরসভার কোটি কোটি টাকা তসরুপ করেছে আমরা সেই টাকার সঠিক হিসাব সহ অতিদ্রুত তার বিচার দাবী করছি।

বিক্ষোভ সমাবেশে এসময় সচেতন নাগরিক কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিক্ষোভ সমাবেশ শেষে নাগরিক কমিটির পক্ষ থেকে বেনাপোল পৌর সচিবের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়।

আরো সংবাদ