আজ - মঙ্গলবার, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে শাবান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ৪:২৩

ব্যক্তিগত শত্রুতার জেরে গোয়ালে আগুন:ঝলসে গেল ৬টি মহিষ!

সিরাজগঞ্জ সংবাদ :: সিরাজগঞ্জের তাড়াশে দূর্বৃত্তের দেয়া আগুনে নবীর উদ্দিন (৫৫) নামে এক কৃষকের গোয়ালে থাকা ছয়টি মহিষ পুড়ে ঝলসে গেছে। আগুন নেভাতে গিয়ে কৃষকের ছেলে শিপনের শরীরও পুড়ে আহত হন।

সোমবার (০৯ ডিসেম্বর) ভোর রাতে উপজেলার সগুনা ইউনিয়নের নওখাদা গ্রামে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্থ কৃষক নবীর উদ্দিন জানান, কে বা কাহারা শত্রুতা বশতঃ তার গোয়াল ঘরে আগুন লাগিয়ে দেয়।গোয়ালে আগুন লাগলে পাড়ার প্রায় সব লোকজন মিলে আগুন নিভাতে চেষ্টা করে। আগুন নিয়ন্ত্রনে আসার আগেই গোয়ালে থাকা ৩টি বড় মহিষ ও ৩টি মহিষের বাছুর পুড়ে একেবারে ঝলসে যায়। ঐ কৃষক জানান, আগুন নেভানোর চেষ্টা করার সময় আমার ছেলে শিপনের শরীরের বেশিরভাগ অংশ আগুনে পুড়ে যায়।

এ প্রসঙ্গে তাড়াশ প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. এ জে এম সালাউদ্দিন বলেন, ক্ষতিগ্রস্থ কৃষকের মহিষের চিকিৎসার যথাযথ ব্যবস্থা করা হবে।

আরো সংবাদ