আজ - বুধবার, ২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে জিলহজ, ১৪৪৫ হিজরি, (বর্ষাকাল), সময় - রাত ১১:৪৭

ব্যাংকের সিন্দুক কেটে ২৯ লক্ষ্য টাকা চুরি।

আইএফআইসি ব্যাংকের সিন্দুক কেটে ২৯ লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে। যা নিয়ে গোটা ব্যাংকপাড়ায় হৈ-চৈ পড়ে গেছে। এ নিয়ে গ্রাহকরাও চিন্তিত। বগুড়া সদর উপজেলায় ব্যাংকের উপশাখা এ চুরির ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) শাহীনুজ্জামান বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে বলেন, বুধবার রাতের কোনো এক সময় মাটিডালি এলাকায় অবস্থিত আইএফআইসি ব্যাংকটির উপশাখার সিন্দুক কেটে ২৯ লাখ টাকা চুরি হয়। এ নিয়ে ঘটনাস্থলে কাজ করছে পুলিশ। তারা গোটা ঘটনাটি তদন্ত শুরু করেছে।

এ কর্মকর্তা আরও জানান, ব্যাংকটিতে নিরাপত্তা ব্যবস্থা ছিল না, যার ফলে এ ধরনের চুরি ঘটতে পারে।

আরো সংবাদ