আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সন্ধ্যা ৭:৩০

ব্রাজিলের হারে কাদের মির্জার শিবিরে হতাশা

ব্রাজিলের সমর্থক নোয়াখালীর বসুরহাট পৌরসভার আলোচিত মেয়র আবদুল কাদের মির্জা। এ কারণে তার বেশিরভাগ অনুসারীরই পছন্দের দল ব্রাজিল। সেই প্রিয় দলের হারে কাদের মির্জা শিবিরে এখন চলছে হতাশা।

রোববার (১১ জুলাই) ভোর ৬টা থেকে সকাল ৮টা পর্যন্ত কোপা আমেরিকার ফাইনাল অনুষ্ঠিত হয়। এতে ১-০ গোলে ব্রাজিলকে হারিয়ে শিরোপা জয়লাভ করে আর্জেন্টিনা।

কাদের মির্জার ঘনিষ্ঠ অনুসারী নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব আলী বলেন, ‘নেতাসহ (কাদের মির্জা) আমরা সবাই ব্রাজিল সমর্থক। জয়-পরাজয় থাকবেই। তাই বলে প্রিয় দলের সমর্থন প্রত্যাহার করা যাবে না।’

কাদের মির্জার আরেক অনুসারী উপজেলা ছাত্রলীগ সভাপতি আরিফুর রহমান বলেন, ‘গত কয়েক দিন উন্মাদনা ছিল। ব্রাজিলকে সমর্থন করেছিলাম। নেতাও (কাদের মির্জা) ব্রাজিলের সমর্থক। শারীরিক অসুস্থতা নিয়েও তিনি প্রিয় দলকে সমর্থন দিয়েছেন।’

আরিফুর রহমান আরও বলেন, ‘শনিবার (১০ জুলাই) হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মেয়র কাদের মির্জা। তার রক্তের সুগার কমে যাওয়ায় অসুস্থতা বোধ করেন তিনি। বর্তমানে ডাক্তারের তত্ত্বাবধানে রয়েছেন। উন্নত চিকিৎসার জন্য ঢাকা যাওয়ার চিন্তাও করছেন।’

আরো সংবাদ