আজ - শনিবার, ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১২:১০

ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ মারা গেছেন। শেখ হাসিনার শোক!

ভারতের বিগত সরকারের পররাষ্ট্রমন্ত্রী ও বিজেপির বর্ষিয়ান নেত্রী সুষমা স্বরাজ হার্ট অ্যাটাক করে মারা গেছেন।

মঙ্গলবার (৬ আগস্ট) দিল্লির অল ইন্ডিয়া মেডিক্যাল ইনস্টিটিউটে তার জীবনাবসান হয়। সুষমার বয়স হয়েছিল ৬৭ বছর।

হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন অল ইন্ডিয়া মেডিক্যাল ইনস্টিটিউটের চিকিৎসকরা।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় মঙ্গলবার রাত ৯টার দিকে তাকে হাসপাতালে নিয়ে আসেন পরিবারের সদস্যরা। হাসপাতালে আনার পর তার চিকিৎসায় জরুরি মেডিক্যাল টিমও গঠন করা হয়। তবে হাসপাতালে আনার কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান।

মৃত্যুর মাত্র তিন ঘণ্টা আগেই কাশ্মীর ইস্যুতে মোদী সরকারের নেওয়া পদক্ষেপ নিয়ে টুইট করেছিলেন সুষমা স্বরাজ। সেখানে তিনি লেখেন, প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। আমার জীবনকালে এটি দেখে যাবো বলেই অপেক্ষা করছিলাম।

এদিকে দলের বর্ষিয়ান এ নেত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ বিজেপির অন্যান্য নেতা-কর্মীরা। সিনিয়র এ নেত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দেশটির অন্যান্য রাজনৈতিক দলের নেতাসহ বিশ্বের বিভিন্ন দেশের নেতারা।

তার মৃত্যুর সংবাদ পাওয়ার পর থেকেই হাসপাতালে ভিড় জমাতে শুরু করেছেন রাজনৈতিক নেতাসহ সাধারণ মানুষ।

সুষমা স্বরাজ ও প্রধানমন্ত্রী

ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (৭ আগস্ট) প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ কথা জানান।

শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, সুষমা স্বরাজ বাংলাদেশের একজন ভালো বন্ধু ছিলেন। তার মৃত্যুতে বাংলাদেশ একজন ভালো বন্ধু হারালো।

বাংলাদেশ সফরে সুষমা স্বরাজ। ছবি: সোলায়মান হোসাইন শাওন
এছাড়া বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সুষমার অবদানের কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী।

একইসঙ্গে সুষমা স্বরাজের পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরো সংবাদ