আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৪:৫৯

ভারী বৃষ্টি হলেই খুলনা শহরের প্রায় এক তৃতীয়াংশ পানির নিচে চলে যায়

ভারী বৃষ্টির কারণে খুলনা শহরের প্রায় এক তৃতীয়াংশ পানির নিচে চলে যায়। শহরের অন্যান্য এলাকা থেকে পানি নেমে গেলেও, বাস্তুহারা কলোনীর বেশিরভাগ জায়গা এখনও জলাবদ্ধতা রয়ে গেছে। ফলে এলাকার বসবাসরত প্রায় ১০ হাজার বাসিন্দা সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছেন। পানির ধারণক্ষমতা বাড়ানোসহ বিভিন্ন রকম পরিকল্পনার কথা জানিয়েছে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ।

অল্প বৃষ্টির হলেই বাস্তুহারা কলোনিতে দেখা দেয় জলাবদ্ধতা। আর এই জলাবদ্ধতা কারণে অনেককেই ঘরের মধ্যে থাকতে বাধ্য হচ্ছেন । আর এতে করে দেখা দিয়েছে জলবাহিত রোগ।

বাস্তুহারা কলোনিতে স্বাস্থ্যসেবা নিশ্চিত না করা গেলে পুরো খুলনা শহরে মহামারী সৃষ্টি হতে পারে বলে জানান নাগরিক নেতারা

তবে ড্রেন গুলো নতুন করে সংস্কার করে পানির ধারণক্ষমতা বাড়ানোসহ নানা পরিকল্পনার কথা জানালেন সিটি কর্পোরেশনের এই প্রকৌশলী।

দ্রুত পানি নিষ্কাশনে কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

আরো সংবাদ