আজ - শনিবার, ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - রাত ১১:২৯

ভিআইপি সীম প্রতারণা চক্রের ১ সদস্য গ্রেফতার

যশোর শহরের ১নং উকিল বারের সামনে সন্দেহ ভাজনভাবে ঘুরাফেরা ও একাধিক বিকাশের দোকান থেকে টাকা উত্তোলনকারী যুবক সোহাগ আহম্মদকে গ্রেফতারক করে তার ব্যবহৃত মোবাইল পর্যালোচনা ও জিজ্ঞাসাবাদে জানা যায়, সে Jiniya Afrin Mim নামক ফেইক ফেসবুক আইডি তৈরী করে বিভিন্ন গ্রুপেরর সাথে সংযুক্ত হয়ে নিজেকে গ্রামীন ফোন গ্রাহক সেবায় নিয়োজিত আছে মর্মে মিথ্যা পরিচয় দিয়ে গ্রামীন ফোন কোম্পানীর ভিআইপি সীম ( ০১৭১১-০২২০৩৩ ইত্যাদি) সরবরাহ করার নিমিত্তে প্রতারণা পূর্বক দেশের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন ব্যক্তির নিকট থেকে বিকাশে টাকা গ্রহণ করে মর্মে জানায়। তার ধারাবাহিক এই প্রতারণা কর্মের অংশ হিসেবে ইং ২৫/০৯/২০২২ তারিখে যশোর জেলার কোতয়ালী থানাধীন এম এম আলী রোড ও দড়াটানা এলাকায় অবস্থান করে সকাল ১১.৩০ ঘটিকা থেকে বিকাল ১৮.০০ ঘটিকার মধ্যে বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তির নিকট থেকে গ্রামীন ফোন কোম্পানীর ভিআইপি সীম সরবরাহ করার প্রতারণা পূর্বক ৪টি দোকান থেকে মোট ১৮,০০০/- টাকা উত্তোলন করে নেয়। সোহাগ আহম্মদের স্বীকারোক্তি মতে এবং তার ব্যবহৃত মোবাইল ফোন পর্যালোচনা করে সত্যতা পেয়ে ইং ২৬ সেপ্টেম্বর তারিখ ০৭.৩০ ঘটিকার সময় তার হেফাজত থেকে,প্রতারণা পূর্বক বিভিন্ন ব্যক্তির নিকট থেকে বিকাশে গ্রহনকৃত নগদ ১৮,০০০/- (আঠার হাজার) টাকা। ১টি টেকনো মোবাইল ফোন। Jiniya Afrin Mim নামক ফেসবুক আইডি’র স্ক্রীনশর্ট পেপার ৩ পাতা (কম্পিউটার থেকে প্রিন্টকৃত) পাইয়া উপস্থিত সাক্ষীদের জব্দ করা। এসআই মফিজুল ইসলাম, পিপিএম বাদী হয়ে এজাহার দিলে কোতয়ালী মডেল থানার মামলা নং-৯৭।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->