খান জাহান আলী 24/7 নিউজ :: ভোলার বোরহানউদ্দিনে ফেসবুক মেসেঞ্জারে কথোপকথনে ধর্ম অবমাননা হয়েছে- এমন অভিযোগ তুলে পুলিশের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষে চারজন নিহত হওয়ার ঘটনায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তাই আজ সকাল থেকেই যেকোনো অপ্রীতিকর ঘটনা ও বিশৃঙ্খালা নিয়ন্ত্রণে জেলায় বিজিবি, র্যাব ও বিপুল পরিমাণ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
এদিকে সংঘর্ষে চারজন নিহতের প্রতিবাদে মুসলিম ঐক্য পরিষদের ডাকা সমাবেশ স্থগিত করা হয়েছে।আজ বেলা ১১টায় ভোলা সরকারি স্কুল মাঠে এই প্রতিবাদ সমাবেশ হওয়ার কথা ছিল। কিন্তু পুলিশের অনুমতি না পাওয়ায় তারা সমাবেশ করছেন না।
এ ঘটনায় এ সংগঠনের অন্যতম নেতা মাওলানা মিজানুর রহমান জানান, পুলিশের বাধার কারণে প্রতিবাদ সমাবেশ করতে পারছেন না তারা। কিছু সময় পরে তারা ভোলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা দেবেন।