আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সন্ধ্যা ৭:৩৪

ভ্যানচালকদের ঈদ উপহার দিলেন চৌগাছার ইউএনও ইরুফা সুলতানা

এবার বিভিন্ন বাজার ও গ্রাম ঘুরে ভ্যানচালক ও দুঃস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন চৌগাছার ইউএনও ইরুফা সুলতানা। বৃহস্পতিবার বিকেলে উপজেলার বিভিন্ন গ্রামের মোড়ে মোড়ে ২০০ ঈদ উপহারের প্যাকেট বিতরণ করেন তিনি। ইউএনও এভাবে ঘুরে ঘুরে এবং ভ্যান চালকদের দাড় করিয়ে ঈদ উপহার প্রদান করায় স্থানীয়রা প্রশংসার সুরে বলেন, ‘এবার প্রকৃত প্রাপকরা ঈদ উপহার পেল।’

ইউএনওর হাত থেকে ঈদ উপহারের প্যাকেট পেয়ে কয়েকজন বয়বৃদ্ধ ভ্যানচালক আপ্লুত হয়ে বলেন, ‘এখনও ঈদের জন্য কিছু কিনতে পারিনি। ইউএনওর এই উপহার আমাদের অনেক প্রাপ্তি। এভাবে সম্মানের সাথে আমাদের ডেকে কেউ কিছু দেননা।’ তারা বলেন, ‘দোয়া করি, আল্লাহ যেন উনাকে এভাবে আমাদের মত অসহায় মানুষের পাশে থাকার সুযোগ করে দেন। তিনি যেন এভাবে আরও মানুষের প্রতিবছর দিতে পারেন।’
বৃহস্পতিবার বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা রাত সাড়ে সাতটা পর্যন্ত চৌগাছা শহরের মুক্তিযুদ্ধ ভাস্কর্য মোড়, কপোতাক্ষ সেতুর উপরে, কুঠিপাড়া মোড়, চৌগাছা-মহেশপুর সড়কের দামোদর বটতলা, বুন্দেলীতলা মোড়, চৌগাছা-ঝিকরগাছা সড়কের গরীবপুর মোড়, চৌগাছা-যশোর সড়কের সিংহঝুলি মল্লিকবাড়ি মোড়, কড়ইতলা মোড়ে মোড়ে ভ্যান চালক এবং দুঃস্থদের মধ্যে তিনি এই ঈদ উপহার বিতরণ করেন। প্রতিটি প্যাকেটে পোলাও চাল, সিমাই, চিনি, নুডুলস,গুড়ো দুধ, দুই প্রকারের ডাল ও সাবানসহ ঈদের দিনের জন্য সামগ্রী প্রদান করা হয়।
জানা গেছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার চারশত দুঃস্থ মানুষদের মধ্যে এই ঈদ উপহার প্রদান করা হয়েছে।

আরো সংবাদ