আজ - মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - ভোর ৫:২১

মক্কা-মদিনায় কারফিউ জারি

আন্তর্জাতিক ডেস্ক।। করোনাভাইরাসের বিস্তার রোধে সৌদি আরবের পবিত্র নগরী মক্কা ও মদিনায় ২৪ ঘণ্টার কারফিউ ঘোষণা করেছে দেশটির সরকার। প্রথমবার দেশটিতে ২৪ ঘণ্টা কারফিউ জারি করা হলো। 
বৃহস্পতিবার (২ এপ্রিল) থেকে এ কারফিউ কার্যকর হওয়ার কথা।

এর আগে দেশটির দুই নগরীসহ বিভিন্ন প্রদেশে ২১ দিনের আংশিক কারফিউ জারি করা হয়েছিলো। সে কারফিউ বিকাল ৩টায় শুরু হয়ে সকাল ৭টা পর্যন্ত চলছে। অর্থাৎ কারফিউয়ের সময় ছিলো ১৬ ঘণ্টা করে। এবার তা বাড়িয়ে ২৪ ঘণ্টা করা হলো।বিষয়টি নিশ্চিত করে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক টুইট বার্তায় নোটিশ আকারে জানানো হয়েছে। এ নোটিশের ফলে পুরো মক্কা এবং মদিনা নগরী দিনব্যাপী কারফিউর আওতায় আসল। তবে পবিত্র দুই নগরীর কিছু এলাকায় কড়াকড়িভাবে কারফিউ জারি থাকবে। তবে জরুরি কাজে (খাদ্য দ্রব্য ও ওষুধ) প্রাপ্ত বয়স্করা সকাল ৭টা থেকে বিকেল তিনটার মধ্যে নিতে পারবেন। বিকেল ৩টার মধ্যে তাদের বাসায় ফিরতে বলা হয়েছে।

নোটিশে বলা হয়েছে, ফার্মেসী, খাবারের দোকান, গ্যাস স্টেশন এবং ব্যাংকিং পরিষেবা ব্যতীত মক্কা ও মদিনা শহরের আবাসিক স্থানগুলোর মধ্যে বাণিজ্যিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।সিদ্ধান্তে আরও বলা হয়েছে যে ভাইরাসটির সম্ভাব্য সংক্রমণ সীমাবদ্ধ করার জন্য দুটি শহরের মধ্যে চলা প্রতিটি মোটরযানটিতে চালক ছাড়াও একজনকে থাকার অনুমতি দেওয়া হবে।

নিষিদ্ধ করা হয়েছে।সিদ্ধান্তে আরও বলা হয়েছে যে ভাইরাসটির সম্ভাব্য সংক্রমণ সীমাবদ্ধ করার জন্য দুটি শহরের মধ্যে চলা প্রতিটি মোটরযানটিতে চালক ছাড়াও একজনকে থাকার অনুমতি দেওয়া হবে।এর আগে মুসলিমদের সবচেয়ে পবিত্র এ জায়গায় ওমরাহ হজ স্থগিত করা এবং মক্কা ও মদিনার পবিত্র মসজিদসমূহসহ এর সমস্ত মসজিদে নামাজ নিষিদ্ধ করে দেশটির সরকার।বুধবার (৩১ মার্চ) হজ ও ওমরাহ মন্ত্রী রাষ্ট্রীয় টিভিতে বলেছিলেন যে বার্ষিক হজ তীর্থযাত্রায় অংশ নেওয়ার পরিকল্পনা করার আগে করোনভাইরাস মহামারি সম্পর্কে আরও স্পষ্টতা না পাওয়া পর্যন্ত মুসলমানদের অপেক্ষা করার আহ্বান জানানো হয়।প্রাণঘাতী এ ভাইরাসে সৌদি আরবে এখন পর্যন্ত ১৮৮৫ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ২১ জনের। দেশটিতে কয়েকজন বাংলাদেশি প্রবাসীও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে খবর প্রকাশিত হয়েছে।এদিকে, গেল ৩১ ডিসেম্বর চীনের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে এখন পর্যন্ত ৯ লাখ ৬০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। আর প্রাণ গেছে ৪৯ হাজারের বেশি মানুষের।

সূত্র: মিডিল ইস্ট আই।

আরো সংবাদ