আজ - বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ১০:২৭

মটর সাইকেল দুর্ঘটনায় যশোরে প্রান গেলো যুবকের।

কেশবপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে নুরুন্নবী (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে বিজয় রায় (৩২) নামে আরও এক যুবক।

রবিবার (২২ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার সুফলাকাটি ব্রিজে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন- কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান।

মৃত নুরুন্নবী-যশোর সদর উপজেলার কুয়াদা কামালপুর গ্রামের আজিজুর রহমানের ছেলে এবং আহত বিজয় রায় একই গ্রামের কার্তিক রায়ের ছেলে।

আহত বিজয় রায় বলেন, তার বন্ধু নুরুন্নবীকে নিয়ে বিজয় রায় কেশবপুরে বিভিন্ন পূজা মণ্ডপে পূজা দেখতে আসেন। সারাদিন পূজা মণ্ডপ ঘুরে রাতে মোটরসাইকেলে বাড়িতে ফেরার সময় নোয়াপাড়া-চুকনগর ভায়া কলাগাছি সড়কের সুফলাকাটি ব্রিজে পৌঁছালে হঠাৎ মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যায়। এ সময় ব্রিজের রেলিংয়ের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে ঘটনাস্থলে নুরুন্নবী নিহত হন। স্থানীয়রা বিজয় রায়কে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

আরো সংবাদ