আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৪:১৬

মণিরামপুর ও কেশবপুরের উপর দিয়ে রেলপথ নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের খবরে উচ্ছ্বাস

মণিরামপুর ও কেশবপুর উপজেলার উপর দিয়ে রেলপথের সম্ভাব্যতা যাচাই-বাছাইয়ের খবরে দুই উপজেলাবাসী নিজ এলাকায় রেলপথের স্বপ্ন দেখছেন। এনিয়ে দুই উপজেলার সাধারণ মানুষের মাঝে উচ্ছ্বাস দেখা দিয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে রেল মন্ত্রীর নিজ দপ্তরে যশোরে জেলার রেলপথ উন্নয়নে করণীয় সার্বিক বিষয় নিয়ে রেল মন্ত্রণালয়ের মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন ও এলজিআরডি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য মতবিনিময় করেন।

রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন নতুন করে বসুন্দিয়া-সাতক্ষীরা ভায়া মণিরামপুর ও কেশবপুর হয়ে রেলপথের সমীক্ষা করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ড. হুমায়ুন কবিরকে নির্দেশ প্রদান করেন। এলজিআরডি মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা আহসান হাবীব এ তথ্য নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানাযায়, রেল মন্ত্রণালয় বসুন্দিয়া হতে নাভারন-বাগআঁচড়া হয়ে সাতক্ষীরা পর্যন্ত রেল পথের জন্য সমীক্ষা করেছে। এর ফলে যশোর জেলার মধ্যে মণিরামপুর ও কেশবপুর উপজেলা রেল সংযোগের বাইরে থেকে যায়। বিষয়টি জানাজানি হলে এই দুই উপজেলার সর্বসাধারণের মধ্যে হতাশা সৃষ্টি হয়। দুই উপজেলার মধ্যে দিয়ে রেলপথের যৌক্তিকতা তুলে ধরে সর্বসাধারন মানববন্ধনসহ নানা ধরনের কর্মসূচি নিয়ে রাস্তায় নেমে পড়েন।

বসুন্দিয়া-সাতক্ষীরা ভায়া নাভারন-বাগআঁচড়া হয়ে সাতক্ষীরায় রেলপথ নির্মাণে দূরত্ব হবে ৯২ কিলোমিটার। অথচ এটি পরিবর্তন করে বসুন্দিয়া-সাতক্ষীরা ভায়া মণিরামপুর-কেশবপুর হয়ে রেল পথ হলে দূরত্ব হবে মাত্র ৪৯ কিলোমিটার। এতে একদিকে রেলপথ নির্মাণে সরকারের ব্যয় যেমন কমবে অপরদিকে জেলার দুই উপজেলা মণিরামপুর ও কেশবপুর রেল পথের আওতায় আসবে।

বৃহস্পতিবার যশোরে জেলার রেলপথ উন্নয়নে করণীয় সার্বিক বিষয় নিয়ে এলজিআরডি মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য রেল মন্ত্রণালয়ের মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজনের দপ্তরে মতবিনিময় করেন। এসময় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বসুন্দিয়া-সাতক্ষীরা ভায়া মণিরামপুর- কেশবপুর হয়ে রেলপথের যৌক্তিক দাবি তুলে ধরেন। রেল মন্ত্রী নূরুল ইসলাম সুজন প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য’ের যৌক্তিক দাবির প্রতি সন্তোষ প্রকাশ করেন। এসময় রেল মন্ত্রী সচিব ড. হুমায়ুন কবীরকে বসুন্দিয়া-সাতক্ষীরা ভায়া মণিরামপুর-কেশবপুরের উপর দিয়ে রেলপথের সম্ভাব্যতা যাচাই-বাছাই করতে নির্দেশ প্রদান করেন। সভায় রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন এমপি’র হাতে ডিও লেটার তুলে দেন প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি।

এদিকে রেল মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন এমপি’র সাথে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য’র এ মতবিনিময়ের খবরে দুই উপজেলাবাসি রেলপথ নির্মাণের স্বপ্ন দেখছেন। সাথে সাথে দুই উপজেলার সর্বসাধারনের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত