স্টাফ রিপোর্টার।। যশোরের মণিরামপুরে র্যাবের সাথে বন্দুক যুদ্ধে রুবেল হোসেন শাওন (২২) নামে এক যুবক নিহত হয়েছে। রোববার (৩১ মে) ভোরে উপজেলার রাজগঞ্জ এলাকার রামপুর মাঠে এ ঘটনা ঘটে। র্যাব ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল, এক রাউন্ড গুলি ও ৬৪ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে।
নিহত শাওন অভয়নগরের বুইকারা গ্রামের বাচ্চু হাওলাদারের ছেলে। সে চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে দাবি আইনশৃঙ্খলা বাহিনীর। তবে, শাওনের নামে কোন থানায় কয়টি মামলা আছে তা তাৎক্ষণাত জানা যায়নি।
এই ঘটনায় র্যাব বাদি হয়ে মণিরামপুর থানায় পৃথক তিনটি মামলা করেছে। খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
মণিরামপুর থানার সেকেন্ড অফিসার এসআই দেবাশীষ বিশ্বাস মামলার বরাত দিয়ে জানান, রাতে র্যাব জানতে পারে মণিরামপুরের রাজগঞ্জ এলাকার রামপুর মাঠে মাদক বিকিকিনি চলছে। খবর পেয়ে ভোর সাড়ে ৩টার দিকে র্যাব-৬ খুলনা লবনচরা স্পেশাল কোম্পানীর একটি দল ঘটনাস্থলে পৌঁছুলে মাদক ব্যবসায়ীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষায় র্যাবও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে মাদক ব্যবসায়ীরা হটে গেলে র্যাব ঘটনাস্থলে একজনকে পড়ে থাকতে দেখে। দ্রুত তাকে উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে চিকিৎসকরা ওই যুবককে মৃত ঘোষণা করেন।
মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. অনুপ বসু বলেন, রোববার ভোর চারটা ৫০ মিনিটে আহত অবস্থায় র্যাব এক যুবককে হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে আনার আগেই ওই যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের বুকে, পিঠে ও হাতে ৪-৫টি গুলির ক্ষত চিহ্ন রয়েছে।
মণিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) শিকদার মতিয়ার রহমান বলেন, র্যাবের সাথে বন্দুক যুদ্ধে শাওন নামে এক মাদক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় র্যাব-৬ খুলনা লবনচরা স্পেশাল কোম্পানীর পুলিশ পরিদর্শক রমজান আলী বাদী হয়ে মণিরামপুর থানায় পৃথক তিনটি মামলা করেছেন। পুলিশ লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।