আজ - বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৮:৪৮

মণিরামপুরে সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার

যশোরের মণিরামপুর থানা পুলিশ অভিযান চালিয়ে তিন মাসের সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামিকে গ্রেফতার করেছে। শুক্রবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার ঝাঁপা ও গাংড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে থানার এসআই শেখ আকতারুল ইসলাম ও এএসআই মোয়াজ্জেম হোসেন তাদের গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হলেন- ঝাঁপা গ্রামের দাউদ হোসেনের ছেলে আব্দুস সালাম ও গাংড়া গ্রামের সুরত আলীর ছেলে মতিয়ার রহমান। আদালতের পরোয়ানামূলে পুলিশ তাদের গ্রেফতার করেছে।

এসআই শেখ আকতারুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত দুজন আদালতের পরোয়ানাভুক্ত পলাতক আসামি। পারিবারিক আদালতের মামলায় বিচারক তাদের দুজনকে পৃথক তিন মাস করে সাজা দিয়েছেন। শনিবার (৮ জানুয়ারি) দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হবে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত