আজ - বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সন্ধ্যা ৭:৪৬

মনিরামপুর উপজেলা ছাত্রলীগের সেক্রেটারি আটক।

মণিরামপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রমেশ দেবনাথকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে পৌরশহরের গাংড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। রমেশ দেবনাথ মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি স্বর্গীয় অসিত দেবনাথের পুত্র এবং তিনি মণিরামপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

আটক রমেশের পারিবারিক সূত্রে জানাযায়, রমেশ নিজ ক্ষেতে ফসল দেখতে যায়। এ সময় পূর্ব শত্রুতার জের ধরে পৌর শহরের খর্দ্দগাংড়া গ্রামের মৃত হানেফ আলী গাজীর ছেলে হায়দার আলী ও তার ভাই আব্দুল জলিলসহ ৮/১০জন লোকজন এসে রমেশকে এলোপাতাড়ি মারপিট করতে থাকে। এক পর্যায়ে সে মাটিতে লুটিয়ে পড়লে তার কাকা তাকে উদ্ধারের জন্য এগিয়ে আসলে তাকেও মারপিট করে তাড়িয়ে দেয়া হয়। এরপর হায়দার আলীর ছেলে মিঠু ও টিটো এবং আব্দুল জলিলের ছেলে দেলোয়ার হোসেন টনি রমেশকে ধরে নিয়ে যায়। পরে জানতে পারি তাকে পুলিশে দেয়া হয়েছে। তার নামে আদৌও কোনো মামলা নেই।

রমেশের আটকের বিষয়ে জানতে চাইলে মণিরামপুর থানা পুলিশ জানায়, রমেশ নিষিদ্ধ রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতা। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকায় তাকে আটক করা হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত