আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১১:৫৯

মনিরামপুর ও কোটচাঁদপুর পৌর নির্বাচনে নৌকা মার্কার পথসভা অনুষ্ঠিত

এম আহম্মেদ (বিশেষ প্রতিনিধি) : বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার পক্ষ থেকে মনিরামপুর ও কোটচাঁদপুরবাসীকে শুভেচ্ছা জানিয়ে আসন্ন আগামী ৩০ জানুয়ারি মনিরামপুর ও কোটচাঁদপুর পৌরসভা নির্বাচনের পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক।

তিনি বলেন, প্রার্থীর সাথে দলেরও দায়বদ্ধতা আছে। গত ১৫ বছরে নৌকা আর অন্যান্য দলের মাঝে যে পার্থক্য তৈরি হয়েছে তাতে নৌকা অনেক এগিয়ে। এই প্রতীকের প্রতি তৃণমূল কর্মীদের ভালবাসা আছে, উচ্ছ্বাস আছে। এমনকি ভোটারদের মাঝেও উচ্ছ্বাস আছে।”

আ’লীগ সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হককে ফুলেল শুভেচ্ছা জানান পৌরবাসী

আসন্ন আগামী ৩০ জানুয়ারি একযোগে যশোরের মনিরামপুর ও কোটচাদপুর পৌরসভা নির্বাচনে নৌকার মনোনয়ন পেয়েছেন মণিরামপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক কাজী মাহমুদুল হাসান ও কোটচাঁদপুর উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক মোঃ শাহাজান আলী।

আজ ২৮ জানুয়ারি দুপুরে মনিরামপুর-চুকনগর সড়কের পাশে ও সন্ধ্যায় কোটচাঁদপুর গার্লস হাইস্কুল রোডে আয়োজিত পথসভায় আরও উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ আব্দুল হাই (এম.পি), যশোর জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মজিদ, ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি শফিকুল আজম খান চঞ্চল (এম.পি), যশোর সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আরবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহারুল ইসলাম, মনিরামপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, মনিরামপুর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আমজাদ হোসেন লাভলু, কোটচাঁদপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি শরিফুন্নেছা মিকি, কোটচাঁদপুর পৌর আওয়ামীলীগের আহবায়ক অধ্যাপক ফারজেল হোসেন মন্ডল, জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব খলিলুর রহমান, যশোর সদর উপজেলা আওয়ামীলীগ নেতা মতলেব বাবু, দেয়াড়া মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান প্রমুখ।

পথসভায় উপস্থিত ভোটার, সমর্থকদের একাংশ

মনিরামপুর পৌর মেয়র প্রার্থী অধ্যাপক কাজী মাহমুদুল হাসান বলেন,‘গত পাঁচবছর আমি আমার সাধ্যমত চেষ্টা করেছি পৌরবাসীকে সেবা দিতে। হয়তো তার জন্যই এবারো দল থেকে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে। প্রতিদিনই মাঠ পর্যায় থেকে শুরু করে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছি। আশাকরি এবার বিজয়ী হয়ে গত অসমাপ্ত কাজগুলো দ্রুত শেষ করব। এর আগেও পৌরবাসী আমাকে ভালবেসে ভোটের মাধ্যমে মেয়র পদে বিজয়ী করেছেন, এবারও তার কোনো বিকল্প হবেনা তেমনটাই প্রত্যাশা রাখি।’

মণিরামপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক কাজী মাহমুদুল হাসান

কোটচাঁদপুর পৌর মেয়রপ্রার্থী মোঃ শাহাজান আলী বক্তব্যে বলেন, “দলের পক্ষে নেতাকর্মীরা সার্বক্ষণিক প্রচার-প্রচারণা করেছে। পৌর নির্বাচন হলেও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক সহ বিভিন্ন জেলা এবং নীতিনির্ধারক পর্যায়ের নেত্রীবৃন্দ আমরা প্রচারণায় অংশ নিয়েছেন ইনশাআল্লাহ কোটচাঁদপুর পৌরসভার সকল শ্রেণি-পেশার ভোটার বিপুল ভোটে নৌকার জয় উপহার দেবে।”

কোটচাঁদপুরে পথসভায় ৭০ উর্ধ একজন প্রবীণ আওয়ামীলীগ ভোটারের সাথে কথা বললে তিনি বলেন, “জাতীয় রাজনীতিটা দলীয়, উপযুক্ত হোক বা না হোক যার যার দলেরটা সে সে দেবে। কিন্তু যাকে ভোট দিলে এলাকা উন্নয়ন হবে তাকেই আমি ভোট দেবো। জনম ভরে নৌকায় ভোট দিয়েছি, এবারো দিব।”

অন্যদিকে, বিএনপির ধানের শীষের প্রার্থীরা প্রচারণায় পিছিয়ে রয়েছে। চোখে পড়ছে না জোর প্রচারণা, নেই নির্বাচনী ক্যাম্পও। এমনকি স্থানীয় বিএনপির শীর্ষ নেতাদেরও মাঠে দেখা যাচ্ছে কম। মনিরামপুর ও কোটচাঁদপুর পৌরসভার চায়ের দোকানে, আড্ডার ফাঁকে চলছে যোগ্য প্রার্থী বাছাইয়ের মতামত। পোস্টার-ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে পুরো শহর। শহরের বিভিন্ন এলাকা,পাড়া-মহল্লার অলিগলিতে মেয়র প্রার্থী,সাধারণ কাউন্সিলর ও মহিলা কাউন্সিলরদের সমর্থকদের পদচারণায় বইছে নির্বাচনি উল্লাস।

আরো সংবাদ