আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১:২১

মনিরামপুরে বাইক এক্সিডেন্টে,স্কুল ছাত্র নিহত।

মনিরামপুরের রাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নবম শ্রেণীর ছাত্র নিহত
মনিরামপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর ছাত্র মিরাজুল ইসলাম নয়ন মোটরসাইকেল দুর্ঘটনায় সকাল দশটার দিকে রাজগঞ্জের রামপুর মোড়ে মৃত্যুবরণ করেন।
জানা যায়, ২১শে ফেব্রুয়ারি মনিরামপুর উপজেলার শৈলি গ্রামের আঃ রহমানের ছেলে নয়ন মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যান এবং মোটরসাইকেলে থাকা তার বন্ধু একই ক্লাসের মাসুদুর রহমান, পিতা তজিবুর রহমান উপজেলার হাজরাকাটি গ্রামের, মারাত্মক আহত হয়ে যশোর সদর হাসপাতালে ভর্তি হন।
স্কুল সূত্রে জানা যায়, সকালে একুশের প্রভাত ফেরি শেষে তারা স্কুলে না ফিরে মোটরবাইক নিয়ে দুই বন্ধু ত্রিমোহনী রোডে রামপুর মোড়ে মোটরবাইকের গতি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খায়। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে প্রথমে কেশবপুর সরকারি হসপিটালে ভর্তি করেন। এখানে কর্তব্যরত ডাক্তাররা মিরাজুল ইসলাম নয়নকে মৃত ঘোষণা করেন এবং মাসুদুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হসপিটালে রেফার করেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত