আজ - শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৩:৪০

মনিরামপুরে রফিক হত্যা মামলার রহস্য উদঘাটন: অস্ত্রসহ গ্রেফতার ৬

খান জাহান আলী 24/7 নিউজ ::  গত ০৯/০৭/২০২০ খ্রিঃ বিকাল ১৩.২০ ঘটিকার সময় মণিরামপুর থানাধীন কুচলিয়া সাকিনস্থ জনৈক কল্যান এর মাছের ঘেরের দক্ষিণ পার্শ্বে মণিরামপুর-সুন্দলীগামী পাকা রাস্তার উপর রফিকুল ইসলাম (৫৫), পিতা-মৃত আমারত বিশ্বাস, সাং- মধুপুর, থানা-মনিরামপুর, জেলা-যশোর কে অজ্ঞাতনামা ৫/৭ জন লোক গুলি করে ও জবাই করে হত্যা করে।

এই সংক্রান্তে রফিকুলের স্ত্রী মোছাঃ শিরিনা আক্তার বাদী হয়ে অভিযোগ দিলে মণিরামপুর থানার মামলা নং-০৬ তাং-০৯/০৭/২০২০ খ্রিঃ, ধারা-৩০২/৩৪ দঃ বিঃ রুজু হয়।

মামলাটি চাঞ্চল্যকর ও লোমহলর্ষক হওয়ায় পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন পিপিএম এর দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা ও মনিরামপুর থানা পুলিশের যৌথ অভিযানে অভয়নগর, কোতয়ালী ও মণিরামপুর থানা এলাকায় সাড়াশি অভিযান পরিচালনা করে ঘটনায় জড়িত আসামী ১। মোঃ হেলাল ভুইয়া (২০), ২। সেলিম (২৬), ৩। হাসান আলী (২২), ৪। সমিরন পাড়ে (৫৪), ৫। তাপস মোড়েল (৩৮) দেরকে গ্রেফতার করতে সক্ষম হয়।

আসামীদের স্বীকারোক্তি ও দেখানো মতে ভিকটিম রফিকুল ইসলামকে হত্যা কাজে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র (ক) ১টি দু’নালা বন্দুক (খ) ২ (দুই) রাউন্ড কার্তুজ গুলি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র সংক্রান্তে অভয়নগর থানার মামলা নং-১৩ তাং-১৮/০৭/২০২০খ্রিঃ ধারা-১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯-ক রুজু করা হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা যায়, গ্রেফতারকৃত সন্ত্রাসীরা নব্য ‍‍‍‘‘পূর্ব বাংলা কমিউনিষ্ট পার্টির’’ পরিচয় দিয়ে এলাকায় মাছের ঘের দখল, চাঁদা দাবী ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে।ভিকটিম রফিকুল ইসলামও চরমপন্থি দলের সদস্য ছিল বলে জানা যায় এবং তার নামে একটি হত্যা মামলা সহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। বর্ণিত সন্ত্রাসীরা পূর্ব পরিকল্পিত ভাবে অত্র মামলার ভিকটিম রফিককে টাকা ও মোবাইল ফোন দেওয়ার প্রলোভন দিয়ে ঘটনাস্থলে ডেকে নিয়ে ঘটনাস্থলে গুলি করে ও জবাই করে হত্যা করে।

 

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত