আজ - সোমবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - সন্ধ্যা ৭:২৫

মসজিদুল হারাম ও নববীবতে হলোনা জু’মার নামাজ

আন্তর্জাতিক ডেস্ক।। করোনার কারণে জু’মার নামাজ হলো না মুসলিমদের পবিত্রতম দুই মসজিদ- মসজিদুল হারাম এবং মসজিদে নববীতে। শুধু তাই নয়, মসজিদ দুটি অনিদিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

এর আগে গত মঙ্গলবার এই দুই মসজিদ বাদে দেশটির সকল মসজিদে নামাজ আদায় বন্ধ করে দিয়েছিলো সৌদি কর্তৃপক্ষ। তবে বৃহস্পতিবার (১৯ মার্চ) মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদে নববীতেও জুমার নামাজ না পড়ার নির্দেশনা জারি করা হয়।
মক্কার গ্র্যান্ড মসজিদ এবং মদিনার মসজিদে নববীর জেনারেল প্রেসিডেন্সি হানি বিন হোসনি হায়দার জানিয়েছেন, শুক্রবার থেকে গ্র্যান্ড মসজিদ (মসজিদুল হারাম) এবং মসজিদে নববীর বহিঃচত্বরে অবস্থান এবং নামাজ আদায় নিষিদ্ধ করা হয়েছে।
শুক্রবার দুপুর পর্যন্ত সৌদিতে ২৭৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। দেশটিতে এখনো কেউ মারা যাওয়ার খবর আসেনি। আক্রান্তদের মধ্যে এরিমধ্যে সুস্থ হয়ে ফিরেছেন ৮ জন।
এদিকে করোনা ভাইরাস ঠেকাতে পবিত্র জুমার নামাজ বন্ধ ঘোষণা করেছে বাহরাইনও। বৃহস্পতিবার (১৮ মার্চ) সন্ধ্যায় দেশটির সুন্নি এন্ডোমেন্টস অধিদপ্তরের পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয়। দেশটিতে করোনা ভাইরাসে এখন পর্যন্ত ২৭২ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন একজন।

আরো সংবাদ