আজ - মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১২:৫৭

মহান বিজয় দিবসে যশোর সদর উপজেলা আওয়ামীলীগের পুষ্পস্তবক অর্পণ

ডেস্ক রিপোর্ট : যশোরে নানা আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। যশোর সদর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে সকালে শহরের মণিহার বাসস্ট্যান্ড এলাকার বিজয় স্তম্ভে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। আজ বুধবার ভোর থেকে বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শুরু হয়। এর আগে রাত ১২টা ১ মিনিটে তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের কার্যক্রম শুরু করে জেলা প্রশাসন।

আজ বুধবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবসে বিজয় স্তম্ভে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে যশোর সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবু মোহিত কুমার নাথ ও যশোর সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আরবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহারুল ইসলামের নেতৃত্বে যশোর শহরের চৌরাস্তা থেকে বিশাল মিছিলে জেলা কৃষকলীগের সাবেক সহ-সভাপতি ও সদর উপজেলা আওয়ামীলীগ নেতা আবু মতলেব বাবু , আওয়ামী লীগ নেতা আবু তালেব, যশোর জেলা তরুণ লীগ যুগ্ম-সম্পাদক  মাহমুদ হাসান লাইফ, চাঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ফিরোজ কবীর পিকুল , আরবপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন-আহবায়ক একরামুল কবির, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য মাসুদ, আওয়ামীলীগ নেতা তৌফিক আহমেদ, নওয়াপাড়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক হুমায়ুন কবির তুহিন সহ যশোর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাজারো নেতাকর্মীর উপস্থিত ছিলেন।

এছাড়া যশোর জেলা আওয়ামীলীগ, জেলা ও উপজেলা যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা শিল্পকলা একাডেমি, জেলা বিএনপি, মেডিক্যাল কলেজসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠান শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে।

আরো সংবাদ