আজ - রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - দুপুর ২:৫৫

মা হলেন মডেল শখ

কন্যাসন্তানের মা হয়েছেন আলোচিত মডেল-অভিনেত্রী আনিকা কবির শখ। ঢাকার ইউনাইটেড হাসপাতালে নবজাতক পৃথিবীর আলোয় চোখ মেলে। নাম রাখা হয়েছে আনাহিতা রহমান আলিফ।

গত ২৩ সেপ্টেম্বর নতুন অতিথি এলেও প্রায় ২০ দিন পর সুখবরটি দিলেন শখের স্বামী আতিকুর রহমান জন।

তিনি বলেন, ‘জন্মের পর মা-মেয়ে দুজনই সুস্থ আছেন। তাদের কোনও শারীরিক জটিলতা দেখা দেয়নি।’

এদিকে গেল সেপ্টেম্বর মাসেই হয় শখের বেবি শাওয়ার অনুষ্ঠান। তখনই প্রথম জানা যায় তিনি মা হতে চলেছেন। অন্তঃসত্ত্বা হওয়ায় ব্যাপক পরিবর্তন দেখা যায় শখের চেহারায়। অনেকেই পূর্বের ও বর্তমানের ছবি নিয়ে তুলনা করে বুঝতে চাইছিলেন আসলে এটি শখ কিনা! 

শখের স্বামীর নাম আতিকুর রহমান জন পেশায় একজন ব্যবসায়ী। তারা গাজীপুর ও উত্তরার বাসায় থাকেন। বিয়ের পর থেকে শখ দূরে আছেন মিডিয়া থেকে।

আরো সংবাদ