আজ - শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - সকাল ১০:০৫

মাকে গালি দেওয়ায় সাগরকে ছুরিকাঘাতে হত্যা করে নয়ন

নিজস্ব প্রতিবেদক ॥ বিস্কুট খাওয়ার সময় কথা কাটাকাটির এক পর্যায়ে মাকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করার কারণে পরিকল্পিতভাবে মেহেদী হাসান সাগরকে ছুরিকাঘাতে হত্যা করে বন্ধু আল আমিন হোসেন নয়ন। গতকাল বুধবার যশোর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জবানবন্দিতে নয়ন এই কথা বলেছেন।

জবানবন্দি গ্রহণ শেষে বিচারক সাইফুদ্দীন হোসাইন আসামি নয়নকে জেলহাজতে প্রেরণের আদেশ দিয়েছেন। আসামি আল আমিন হোসেন নয়ন যশোর শহরতলীর বিরামপুর গ্রামের পশ্চিমপাড়া ফকিরের মোড় এলাকার সেলিম হোসেনের ছেলে।

নয়ন জানিয়েছেন, নিহত মেহেদী হাসান সাগর তার বন্ধু। একই সাথে তারা চলাফেরা করে বেড়ায়। গত ৭ ডিসেম্বর রাত সাড়ে ১০টার দিকে পিতা হানিফ শেখের দোকান থেকে বিস্কুট নিয়ে খাচ্ছিল সাগর। আল আমিন হোসেন সাগর সেখানে গিয়ে সাগরের সাথে বিস্কুট খায়। এসময় দুইজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে নয়নের মাকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালি দেয় সাগর। নয়ন এর প্রতিবাদ করলে দুইজনের মধ্যে হাতাহাতি হয়। ওই সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা তাদের দুইজনের মধ্যে প্রাথমিকভাবে মিমাংসা করে দেয়। কিন্তু মনের মধ্যে রাগ পুষে রাখেন নয়ন। সাগরকে খুন করতে নানা পরিকল্পনা করে।

এরই মধ্যে পূর্বের মত সাগরের সাথে মিশে নয়ন ও সাগর শহরে বেড়াতে আসেন। কিন্তু পরিকল্পনা অনুযায়ী আল আমিন একটি চাকু পকেটে করে নিয়ে আসে।

গত ৮ গভীর রাত ৪টার দিকে আল আমিন বিভিন্ন রকম প্রলোভন দেখিয়ে সাগরকে সাথে নিয়ে শহরের ঘোপ জেলরোডে পৌর কাউন্সিলর মুকসিমুল বারী অপুর বাড়ির পশ্চিম পাশে আসে। হাঁটা চলার মধ্যে সাগরকে নয়ন উপর্যুপরি ছুরিকাঘাত করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।

পরদিন সকালে পুলিশ সাগরের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এই ঘটনায় সাগরের পিতা হানিফ শেখ বাদী হয়ে ৮ ডিসেম্বর অজ্ঞাতনামা আসামি দিয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। এর আগে লাশ উদ্ধারের পরই স্ব উদ্দোগে কারণ উদঘাটন এবং খুনিকে আটকের জন্য অভিযান চালায় যশোরের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

এক পর্যায় ৮ ডিসেম্বর বারান্দীপাড়া খেজুরবাগান এলাকা থেকে নয়নকে আটক করা হয়। তার স্বীকারোক্তিতে বারান্দীপাড়া বটতলার মনির হোসেনের পরিত্যক্ত খামারে গোবরের মধ্যে থেকে সাগরকে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু উদ্ধার করা হয়।

গতকাল বুধবার নয়নকে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেন মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের এসআই দ্বৈপায়ন মন্ডল। এসময় সাগরকে হত্যার কারণ উল্লেখ করে আদালতে জবানবন্দি দিয়েছে নয়ন। এরপর তাকে জেলহাজতে প্রেরণের আদেশ দেয়া হয়।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত