আজ - বৃহস্পতিবার, ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ২:৩০

মাগুড়ায় ছেলের হাতে প্রান গেলো পিতার।

মাগুরা আঠারোখাদা গ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে বাবা সুরমান শেখের মৃত্যু হয়েছে। রোববার সকালে মৌলবীবাজার গোরস্থান পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ছেলে মফিজুর ছুরিকাঘাতে বাবাকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানতে পরেছে পুলিশ।

পুলিশ জানায়, দীর্ঘদিন মফিজুর শেখ মাদকাসক্ত ছিলেন। মাদকের টাকা জোগাড় করতে বাবাকে বিভিন্ন সময় জায়গা জমি বিক্রি করতে চাপ দিয়ে আসছিল সে। সকালে বাড়িতে কেউ না থাকায় সুযোগ বুঝে বাবাকে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যায় মফিজুর।

মাগুরা অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, ছেলে মফিজুর শেখ মাদকাসক্ত ছিলেন। মাদক কেনার টাকা না পেয়ে ঘরের বারান্দায় বসে থাকা বাবাকে ধারারো ছুরি দিয়ে আঘাত করে। এ সময় গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত