আজ - সোমবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - সকাল ১১:০২

মাগুরায় শহীদ মিনার ভাঙচুর

মাগুরা সদর উপজেলার বুজরুক শ্রীকুন্ডি কলেজ প্রাঙ্গণের শহীদ মিনার ভাঙচুরের ঘটনা ঘটেছে।

রবিবার (২১ ফেব্রুয়ারি) বুজরুক শ্রীকুন্ডি কলেজ শিক্ষকরা সকালে শহীদ মিনারে ফুল দিতে এসে এটি ভাঙা অবস্থায় দেখতে পান।

কলেজ অধ্যক্ষ কাজল কুমার দে জানান, ২০১৭ সালে নিজস্ব উদ্যোগে এ শহীদ মিনারটি কলেজে নির্মিত হয়। প্রতি বছরের ন্যায় এবারো শিক্ষকদের নিয়ে তিনি সকালে এখানে ফুল দিতে এসে এটি ভাঙ্গা অবস্থায় মাটিতে লুটিয়ে থাকতে দেখেন। অজ্ঞাত দুর্বৃত্তরা এটি রাতের আধারে ভেঙ্গে দিয়েছে। এটির যথাযথ তদন্ত হওয়া জরুরি।

কলেজ কর্তৃপক্ষের মাধ্যমে সংবাদ পেয়ে সেখানে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসানসহ পুলিশের একটি দল সেখানে যান । শহীদ মিনারটি পুনঃস্থাপন করা হয়েছে।

মাগুরার অতিরিক্তি পুলিশ সুপার কামরুল হাসান জানান, বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

আরো সংবাদ