আজ - বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - বিকাল ৩:০৫

মাজেদের লাশ প্রয়োজনে মেঘনার মাছে খাবে, তবু ভোলায় দাফন হবে না: এমপি মুকুল

রায়হান রানা, ভোলা : বঙ্গবন্ধুর খুনি মাজেদের ফাঁসি কার্যকর হওয়ার পর লাশ তার গ্রামের বাড়ি ভোলার রেবারহানউদ্দিনে দাফন করতে না দেওয়ার ব্যাপারে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

শনিবার ভোলা-২ (বোরহানউদ্দিন-দৌলতখান) আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল বলেন, ‘এই কুলাঙ্গারের লাশ ভোলার মাটিতে দাফন করা যাবে না। আমার দেহে প্রাণ থাকতে এটা হতে দেব না। ভোলায় লাশ আসলে প্রয়োজনে মেঘনায় ভাসিয়ে দেওয়া হবে। তা মাছে খাবে।’

তিনি বলেন, ‘ওরা (মাজেদ) বঙ্গন্ধুকে সপরিবারে হত্যা করেছে। ওরা কুলাঙ্গার।’

এদিকে বোরহানউদ্দিন উপজেলা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুজিব উল্যাহ পলাশ বিশ্বাস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়- মাজেদের লাশ ভোলায় আনা যাবে না।

আরো সংবাদ