আজ - বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ১১:১৬

মাতা-পিতাকে মারপিট,সন্তান গ্রেফতার।

যশোরে বৃদ্ধ পিতামাতাকে মারপিট করার অভিযোগে লিটন উদ্দিন নামে একজন ম মোটরপার্টস ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গত বুধবার রাতে শহরের চাঁচড়া রায়পাড়া নিউ রামকৃষ্ণ রোড এলাকার বাড়ি থেকে তাকে আটক করা হয়।

বৃদ্ধ নেছার উদ্দিনের অভিযোগ, অভিযুক্ত লিটন তার বড় ছেলে। আর এন রোডে তার ‘লিটন ট্রেডার্স’ নামে একটি মোটরপার্টসের দোকান রয়েছে। লিটনের স্ত্রী অর্থাৎ নেছার উদ্দিনের পুত্রবধূ নুসরাত জাহান বন্যা মাদকসেবী। প্রায় সময় ঘরে বসে পুত্রবধূ বন্যা মাদক সেবন করে থাকেন। লিটন তাকে মাদক সংগ্রহ করে এনে দেন। এভাবে বাড়িতে বসে মাদক সেবন করতে নিষেধ করায় বন্যা ও লিটন উভয়ই নেছার উদ্দিনসহ পরিবারের অন্যান্য লোকজনকে মারধর এবং খুন জখমের হুমকি দিয়ে আসছিলেন। গত ২ জুলাই রাতে বন্যা নিজ ঘরে বসে মাদক সেবন করছিলেন। বিষয়টি দেখতে পেয়ে নেছার উদ্দিন ও তার স্ত্রী নাজমা বেগম তাকে নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে বন্যা ও লিটন তাদেরকে মারতে উদ্যত হন। তাদের খুন জখমেরও হুমকি দেওয়া হয়। পরদিন ৩ জুলাই দুপুর সোয়া ১ টার দিকে লিটন ও তার স্ত্রী বন্যা বৃদ্ধ নেছার উদ্দিন ও তার স্ত্রী নাজমা বেগমকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এ সময় নাজমা বেগম নিষেধ করায় লিটন ও বন্যা তাকে প্রচ- মারধর করেন এবং গলাটিপে শ্বাসরোধে হত্যার চেষ্টা চালান। তখন নেছার উদ্দিন স্ত্রীকে রক্ষা করতে এগিয়ে গেলে তাকেও প্রচ- মারধর করেন লিটন ও বন্যা। এ সময় নেছার উদ্দিনের ছোট ছেলে নাজমুল হোসাইন ও মেয়ে শিল্পী আক্তার পিতামাতাকে রক্ষা করতে এগিয়ে গেলে তাদেরকেও খুন জখমের হুমকি দিয়ে চলে যান।

পুলিশ জানায়, ওই ঘটনায় নেছার উদ্দিন পুত্র ও পুত্রবধূকে আসামি করে গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে কোতোয়ালি থানায় মামলা করেন। এরপর রাত পৌনে ১১টার দিকে বাড়িতে অভিযান চালিয়ে লিটনকে আটক করেন তদন্ত কর্মকর্তা থানার এসআই শেখ আকতারুল ইসলাম।

আরো সংবাদ