আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৯:১৮

মাত্র দু’হাজার টাকার দ্বন্দ্বে ছুরিকাঘাত, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে কাজীপাড়ার পঁচা

মাত্র দু’হাজার টাকা সংক্রান্ত দ্বন্দ্বের জের ধরে একাধিক মামলার আসামি যশোরের পুরাতনকসবা কাজীপাড়ার কোরবান আলী পচাকে (৩৫) ছুরিকাঘাতে হত্যা চেষ্টা করেছে প্রতিপক্ষ দুর্বৃত্তরা। ১০ ফেব্রুয়ারি বেলা ১১ টার দিকে শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকার সেবাসংঘ স্কুলের সামনে এ ঘটনা ঘটে। আশংকাজনক অবস্থায় প্রথমে তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্তরা সবাই শনাক্ত। তাদের আটকে অভিযান চলছে বলে দাবি ওসির।
থানা সূত্র জানিয়েছে, এদিন পুরাতন কসবা কাজীপাড়ার মোহাম্মদ আলীর ছেলে পচা মোটরসাইকেলযোগে বাড়ি থেকে বের হয় আর এন রোডে তার ব্যবসায়ীক দোকানের উদ্দেশ্যে। চুয়াডাঙ্গা স্ট্যান্ড পার হয়ে সেবাসংঘ স্কুলের সামনে পৌঁছালে মোটরসাইকেল থামিয়ে বাক-বিতন্ডায় লিপ্ত হয় একটি চিহ্নিত চক্র। তারা তার উপর চড়াও হয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে।
জখম পচার স্ত্রী সোনিয়ার দাবি, খোলাডাঙ্গা ধর্মতলা এলাকার চুন্টুর ছেলে পিরু (৪২), মিরু (৪৬), রানা (৩০) ও পুরাতন কসবা কাজীপাড়া এলাকার খালেকের ছেলে আমিরুল (৪১) তাকে কুপিয়ে হত্যার চেষ্টা করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
পচার স্ত্রী সোনিয়া আরও জানান, পিরু কয়েকদিন আগে পচার কাছ থেকে একজন ছাত্রীকে ভর্তি করার জন্য ২ হাজার টাকা নিয়েছিল। কিন্তু পিরু ওই ছাত্রীকে ভর্তি করাতে পারেনি। আবার টাকাও ফেরত দেয়নি। পিরু নিজেই ওই টাকা খেয়ে ফেলেছে। পচা ৯ ফেব্রুয়ারি রাতে পিরুকে বলে তুই ওই ২ হাজার টাকা কাকে দিয়েছিস দেখাবি। এই নিয়ে দুই জনের মধ্যে কথা কাটাকাটি হয়। ১০ ফেব্রুয়ারি সকালে পচা তার শহরের আরএন রোডের খাবারের হোটেলের উদ্দেশ্যে রওনা হওয়ার সময় তাকে হত্যা চেষ্টা করা হয়।
হাসপাতালের সার্জারী বিভাগের সহযোগী অধ্যাপক নুর কতুবুল আলম জানিয়েছেন, ধারালো অস্ত্রের আঘাতে তাকে জখম করা হয়েছে। আহতের শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তার মাথায় ধারালো অস্ত্রের কোপে হাড় বসে গেছে। পেটে, পিঠে, ডান হাতে, ডান পায়ে, কুপিয়ে জখম করা হয়েছে। মাথার হাড় ভেঙে বসে যাওয়ায় তাকে ঢাকায় রেফার করা হয়েছে। তার অবস্থা খুবই আশঙ্কাজনক।
এ ব্যাপারে যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান জানিয়েছেন, পচার ভাই মামলা করেছেন সন্ধ্যায়। এছাড়া জড়িতদের সবাই পুলিশের কাছে শনাক্ত। আটকের চেষ্টা চলছে। আশা করছি দ্রুতই আটক করা সম্ভব হবে। মামলায় দেয়া অভিযোগের জোরালো তদন্ত করা হচ্ছে। এছাড়া পচা মারা গেছে বলে যে তথ্য ছড়ানো হচ্ছে, তা সত্য নয়। এখন পর্যন্ত তার জানামতে পচা ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত