আজ - মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১২:৩৫

মানব সেবায় হচ্ছে রাজনীতির সবচেয়ে বড় ধর্ম : কাশিমপুরে শাহারুল ইসলাম

নিজেস্ব সংবাদদাতা: “মানুষের সেবা করলেই মানুষের মাঝে পৌঁছনো যায়। একজন মা যেমন তার সন্তানকে জড়িয়ে ধরে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই একই ভাবে অসহায় মানুষকে জড়িয়ে ধরে। মানুষের সেবা করতে হবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মত। যে সৃষ্টিকর্তা আপনাকে দুনিয়াতে পাঠিয়েছে সেই সৃষ্টিকর্তার ওপর বিশ্বাস রেখে ১৮ হাজার মাখলুকাতের মধ্যে সেরা সৃষ্টি মানুষের সেবা যারা করবে তাদেরই স্বপ্ন পুরণ হয়।” কাশিমপুরে কম্বল বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন মোহিত কুমার নাথ ও শাহারুল ইসলাম।

যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের খোজার হাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে কাশিমপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলামের উদ্যোগে সংশ্লিষ্ট ইউনিয়নের সকল বিধবা, অসহায় বৃদ্ধ ও প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথী উপস্থিত ছিলেন যশোর সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবু মোহিত কুমার নাথ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আরবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহারুল ইসলাম।

বক্তব্যে কাশিমপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান প্রার্থী মোঃ শরিফুল ইসলাম বলেন, “ এসব শীতার্ত মানুষের কষ্ট কিছুটা কমাতে পেরে অনেক ভালো লাগছে। দুস্থ-অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে। আমি সবসময় বঙ্গবন্ধু কণ্যা প্রধাণমন্ত্রী শেখ হাসিনার আদশের্ অসহায় মানুষের পাশে থাকতে চাই।”

আজ শনিবার দুপুরে যশোর জেলা তরুণ লীগের সহ-সভাপতি সাজ্জাদুজ্জামান মুকুলের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাশিমপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মোঃ মুনছুর আলী।

এসময় প্রধাণ অতিথি ও প্রধাণ বক্তার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন যশোর সদর উপজেলা আওয়ামীলীগ নেতা মতলেব বাবু, রফিউদ্দিন,যশোর সদর উপজেলা ফ্লয়ার মিল শ্রমিক ইউনিয়নের সভাপতি অশোক চক্রবর্তী।

এছাড়া আরও উপস্থিত ছিলেন যশোর সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক লুকমান হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কাজী আবুল কাশেম, ১নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি জয়নাল মোন্ডল, ১ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা খোরশেদ আলম, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা নিমাই চন্দ্র বিশ্বাস, লিয়াকত হোসেন, ইউপি সদস্য আসলাম,ইব্রাহীম,কাজল রেখা প্রমুখ।

আরো সংবাদ