আজ - শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - দুপুর ১২:০৩

মানবকণ্ঠের সম্পাদকের বিরূদ্ধে ডিস বাবুর মামলা।

স্টাফ রিপোর্টার।। ঢাকা থেকে প্রকাশিত দৈনিক মানবকন্ঠ পত্রিকার প্রকাশক ও ভারপ্রাপ্ত সম্পাদকের নামে আদালতে মামলা হয়েছে।

বুধবার মেসার্স স্বর্ণলতা জুয়েলার্সের সত্ত্বাধিকারী মীর মোশাররফ হোসেন এ মামলা করেন।

জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মঞ্জুরুল ইসলাম অভিযোগের তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন কোতয়ালি থানার ওসিকে।

মামলায় আসামিরা হলো, মানবকন্ঠ পত্রিকার প্রকাশক জাকারিয়া চৌধুরী ও ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদ আনোয়ার হোসেন।

মামলা উল্লেখ করা হয়, মীর মোশারফ হোসেন যশোর শহরের একজন স্বনামধন্য ও প্রতিষ্ঠিত ব্যবসায়ী। এছাড়া তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক কর্মকান্ডের সাথে যুক্ত রয়েছেন। ৫ মার্চ দৈনিক মানবকণ্ঠ পত্রিকার শেষের পাতার ৩ ও ৪ কলামে “যশোরে আলোচনায় এবার ডিস বাবু” শিরোনামে একটি মিথ্যা সংবাদ প্রকাশিত হয়। ওই দিন পত্রিকা পড়ে তিনি বিষয়টি জানতে পারেন। বিভিন্ন মিথ্যা তথ্য দিয়ে ওই সংবাদ প্রকাশ করে তার সম্মানহানি ঘটিয়েছেন আসামিরা। ফলে তিনি সম্মানহানির অভিযোগে আদালতে এ মামলা করেছেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত