আজ - শনিবার, ৩রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই জিলকদ, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ৪:২১

মানিকগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

মানিকগঞ্জ জেলার ঢাকা-আরিচা মহাসড়কে আজ পৃথক সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল চালক নিহত হন।
নিহতরা হলেন- মানিকগঞ্জ সদর উপজেলার চরকেন্দা গ্রামের জসিম উদ্দিনের ছেলে আব্দুল্লাহ আল মামুন (৪৫) ও  ধামরাই উপজেলার টুপেরবাড়ি এলাকার জুয়েল (১৪)।
বারানগলি হাইওয়ে পুলিশের ইনচার্জ জাকির হোসেন জানান, বেলা পৌনে ১১টার দিকে শিবালয় উপজেলার আড়পাড়া এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক আব্দুল্লাহ আল মামুন নিহত হন।
একই মহাসড়কে ঘিওর উপজেলার বানিয়াজুরি এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক জুয়েল নামে এক কিশোর নিহত হয়েছেন।
ওসি জানান, উভয় দুর্ঘটনায় সংলিষ্ট বাস ও ট্রাক জব্দ করা হয়। তবে চালকরা পালিয়ে যান।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত