আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৬:৩০

মানুষের অভিশাপের টাকা জীবনে কোনো উপকারে আসবে না: রেঞ্জ ডিআইজি

চট্টগ্রাম জেলা প্রতিনিধি ।। ফেনীতে কর্মরত পুলিশ সদস্যদের উদ্দেশে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শফিকুল ইসলাম বলেছেন, ঘুষ ছাড়তে সিদ্ধান্ত নিতে হবে আজই। পুলিশের ওপর দেশের মানুষের যে আস্থা তা রক্ষা করতে নীতি নৈতিকতার আলোকে কাজ করতে হবে।

আজ বুধবার বিকালে ফেনী জেলা পুলিশ বিভাগের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, মানুষের অভিশাপের টাকা আপনার জীবনে কোনই উপকারে আসবে না।

ডিআইজি বলেন, মানুষের সম্মানের কথা চিন্তা করে কাজ করবেন। আপনার কোন কাজে এ ডিপার্টমেন্টের যেন মান ক্ষুন্ন না হয় সেদিকে খেয়াল করতে হবে।

তিনি আরো বলেন, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের স্বার্থে ফেনী পুলিশের সদস্য সংখ্যা বৃদ্ধি করা হবে। পুলিশ যদি মনে করে তার নিরাপত্তার দরকার তাহলে তাকে নিরাপত্তা দেওয়া হবে। পুলিশ সুপার রেজাউল হক (পিপিএম) এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্তি পুলিশ সুপার শামছুল আলম সরকার, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর) মোঃ শাহরিয়ার আলমসহ জেলায় কর্মরত পুলিশ সদস্যরা ।

আরো সংবাদ