আজ - মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সন্ধ্যা ৬:৪১

মাশরাফির উদ্যোগে ভ্রাম্যমাণ চিকিৎসা সেবা শুরু।

স্টাফ রিপোর্টার।। ‘সুস্থ সেবায় এই দুর্যোগে নড়াইল এক্সপ্রেস আপনার দ্বারে, ডাক্তারের কাছে রোগী নয়, রোগীর কাছে ডাক্তার’- এই শ্লোগানে নড়াইল-২ আসনের এমপি মাশরাফি-বিন-মোর্ত্তজার উদ্যোগে নড়াইলে ভ্রাম্যমাণ চিকিৎসা সেবা শুরু হয়েছে।

আজ রোববার (৫এপ্রিল) সকালে মাশরাফির নড়াইলের বাসা থেকে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের আয়োজনে একটি ভ্রাম্যমাণ মেডিকেল টিম জেলার তৃণমূল মানুষকে স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার জন্য কাজ শুরু করেছে।

এ সময় উপস্থিত ছিলেন মাশরাফির বাবা গোলাম মোর্ত্তজা স্বপন, পুলিশ সুপার মোহাম্মাদ জসিম উদ্দিন, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম অনিক, সহ-সাধারণ সম্পাদক মো. কামরুল আলম, দপ্তর সম্পাদক মো. নজরুল ইসলাম প্রমুখ।

এর আগে শুক্রবার (৩ এপ্রিল) রাতে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় ক্রিকেট তারকা মাশরাফি এ স্বাস্থ্যসেবা চালুর ঘোষণা দেন।

করোনাভাইরাস থেকে রক্ষা পেতে মানুষ যখন ঘরে আবদ্ধ এবং সাধারণ চিকিৎসা সেবাও যখন বাঁধাগ্রস্ত হচ্ছে ঠিক তখন এই সেবা চালু করায় নড়াইলের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সন্তোষ প্রকাশ করেছেন।

সকালে নড়াইল সদরের ভওয়াখালী এলাকা থেকে এই কর্মসূচি চালু করা হয়। পরে মাশরাফির নিজ গ্রাম (দাদা বাড়ি) মাইজপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকাতে রোগী দেখা হয়।

জানা গেছে, ভ্রাম্যমাণ টিমে দুইটা মোবাইল নম্বর (০১৩১৪-৯৬৬৬৯৯, ০১৭৮৪-২৮৯৪৯৪) রাখা হয়েছে। নড়াইলের যেকোনও এলাকা থেকে যোগাযোগ করলে ডাক্তার পৌঁছে যাবে সেখানে। প্রাথমিক অবস্থায় নড়াইলের সন্তান ডা. দ্বীপ বিশ্বাস এবং তার সহধর্মীনী ডা. স্বপ্না রানী সরকার এই চিকিৎসা দিচ্ছেন।

বিষয়টি  নিশ্চিত করে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম অনিক বলেন,‘সুস্থ সেবায় এই দুর্যোগে নড়াইল এক্সপ্রেস আপনার দ্বারে’- এ শ্লোগানকে সামনে নিয়ে আজ থেকে স্বাস্থ্য সেবা পৌঁছে দিচ্ছে।

তিনি আরও বলেন, যতদিন করোনা ভাইরাসের সংক্রমণ থাকবে ততদিন এই মেডিকেল টিম স্বাস্থ্যসেবা দিয়ে যাবে।

আরো সংবাদ