আজ - শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৩:২৭

মাশরাফির নড়াইলকে করোনা মুক্ত ঘোষণা।

নিজস্ব সংবাদদাতা, নড়াইল ॥ স্বাস্থ্য বিভাগ নড়াইলে ১২জন করোনা রোগীর সবাইকে করোনা নেগেটিভ ঘোষণা করেছে। গত রবিবার এবং সোমবার নড়াইল সদরে ৩ চিকিৎসকসহ ৪জন এবং লোহাগড়ায় ৩ চিকিৎসকসহ ৮জনের দ্বিতীয় পর্যায়ে করোনা নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে।

সোমবার সকাল সোয়া ১১ টায় সিভিল সার্জন ডাঃ আব্দুল মোমেন এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এর মধ্য দিয়ে বর্তমানে নড়াইল জেলা করোনাভাইরাস মুক্ত হলো। সবাইকে স্বাস্থ্য বিধি মেমে চলার অনুরোধ জানান তিনি।

এর আগে জেলার লোহাগড়া পৌর এলাকায় প্রথম করোনায় আক্রান্ত রোগী সৈয়দ সুজন আলীকে করোনা মুক্ত ঘোষণা করে স্বাস্থ্য বিভাগ। উল্লেখ্য, এ পর্যন্ত কালিয়া উপজেলা করোনা রোগি সনাক্ত হয়নি।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত