আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ১১:৫৯

মাহমুদ হাসান বিপুর সুস্থতা কামনায় পৌর আওয়ামীলীগের দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজেস্ব সংবাদদাতা: যশোর জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, যশোর জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক, যশোর পৌর আওয়ামী লীগের কাউন্সিলরদের ভোটে নির্বাচতি সাধারণ সম্পাদক এস এম মাহমুদ হাসান বিপুর সুস্থতা কামনায় যশোর পৌর আওয়ামী লীগের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত।

আজ ১৭ ই জানুয়ারি রবিবার বিকেলে বাংলাদেশ আওয়ামীলীগ যশোর জেলা শাখার পাটির্ অফিসে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, যশোর জেলা আওয়ামীলীগের  সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে এম খয়রত হোসেন, সহ সভাপতি আবদুল খালেক, যশোর জেলা কৃষকলীগের সাবেক সহ-সভাপতি মতলেব বাবু,যশোর জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোৎস্না আরা মিলি, যশোর সদর উপজেলা যুবলীগের আহবায়ক অশোক বোস, ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী প্রমুখ।

উল্লেখ্য এর আগে গত সোমবার (১১ জানুয়ারি) রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাহমুদ হাসান বিপুসহ ৪ জনকে হেফাজতে নেন পুলিশ। এরপর প্রায় ১৯ ঘণ্টা ধরে পুলিশ হেফাজতে থাকার পর মুক্তি পাওয়া বিপুকে গত মঙ্গলবার যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পর দিন তাকে হেলিকপ্টার যোগে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করা হয়।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত