আজ - বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সন্ধ্যা ৭:৫৭

মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ আজ

আজ সোমবার (৪ এপ্রিল) প্রকাশিত হবে ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল। দুপুরের দিকে এই ফল প্রকাশ হতে পারে বলে স্বাস্থ্য শিক্ষা অধিদফতর সূত্রে জানা গেছে। এর আগে গত শুক্রবার (১ এপ্রিল) সারাদেশে ১৯টি কেন্দ্রের মোট ৫৭টি ভেন্যুতে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

জানা গেছে, এবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে পরীক্ষার খাতা মূল্যায়ন ও পুনর্মূল্যায়ন করা হয়। ইতোমধ্যে ফল প্রকাশের প্রস্তুতি প্রায় চূড়ান্ত। এ নিয়ে আজ সকালে বিশেষজ্ঞদের দুটি দল বসবেন। তারা ফল প্রকাশে মত দিলেই দুপুরের দিকে স্বাস্থ্য শিক্ষা অধিদফতর থেকে ফল প্রকাশ করা হবে।

এ বিষয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবীব বলেন, ফল প্রকাশের প্রস্তুতি প্রায় শেষ। সোমবার যেকোনো সময় ফল প্রকাশ করা সম্ভব হবে বলে আশা করছি।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত