আজ - মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১:২৮

মেহেরপুরের গাংনীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মেহেরপুর সংবাদদাতা: মেহেরপুরের গাংনীতে পুকুরের পানিতে ডুবে লাবিব হোসেন (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মটমুড়া ইউপির বাওট মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। লাবিব হোসেন ওই গ্রামের জাহিদুল ইসলামের ছেলে।

পরিবারের সদস্যরা জানায়, লাবিব সকালে বাড়ির পার্শ্বে একটি পুকুর পাড়ে খেলছিল। এ সময় তার মা কয়েকবার সেখান থেকে তাকে নিয়ে আসে। পরে সাংসারিক কাজ কর্ম নিয়ে ব্যস্ত থাকার সময়ে লাবিব আবারো পুকুর পাড়ে চলে যায়। সেখানে খেলতে গিয়ে সে পুকুরে পড়ে যায়। কিছু সময় তাকে না পেয়ে পুকুরে সন্ধান শুরু করা হয়। এসময় ডুবন্ত অবস্থা থেকে শিশুটিকে উদ্ধার করে বামুন্দীর একটি বেসরকারি ক্লিনিকে নেয়া যাওয়া হয়। ক্লিনিকের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলুর রহমান বলেন, পানিতে ডুবে শিশু মৃত্যুর খবর পেয়ে বাউটে পুলিশ পাঠানো হয়েছে। শিশুটির পরিবারের কোনো অভিযোগ থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ