আজ - বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৮:০৮

মোংলায় অসহায় ও সুবিধা বঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ

মাসুদ রানা,মোংলা: মোংলায় সেচ্ছাসেবী সংগঠন “পিস অর্গানাইজেশন” এর আয়োজনে এতিম অসহায় শিক্ষার্থী ও সুবিধা বঞ্চিত মানুষের জন্য উষ্ণ ভালোবাসা দিতে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

এ সময় মুসলিম হিন্দু, খ্রিষ্টান সহ সকল সাম্প্রদায়িকের এতিম, অসহায় শিক্ষার্থী ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শতাধিক কম্বল ( শীতবস্ত্র) বিতরণ করা হয়। শুক্রবার সকাল ১০ টায় মোংলা উপজেলা পরিষদ চত্বরে পিস অর্গানাইজেশনের আহবায়ক রিয়াদুল ইসলাম সাকির সভাপতিত্বে (শীতবস্ত্র) কম্বল বিতরণ

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার, বিশেষ অতিথি হিসাবে ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার এস এম মাসুদ রানা, মোংলা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স’র পঃপঃ কর্মকতা জীবিতোষ বিশ্বাস, সাব রেজিস্ট্রার জোবায়ের হোসেন, বিআরডিবি কর্মকর্তা সবুজ বৈরাগী প্রমূখ

এছাড়া আরো উপস্থিত ছিলেন পিস অর্গানাইজেশন সংগঠনের সদস্য সচিব শেখ মোঃ আবু হানিফ, যুগ্ম আহবায়ক ইমরান হুসাইন ঈসা, যুগ্ম সচিব মেহেদী হাসান হৃদয়, সহকারী সচিব জাহিদুল ইসলাম, মিরাজুল ইসলাম, ইমরান খান সহ আরো অনেকে

শীতবস্ত্র বিতরণকালে অসহায় মানুষের উদ্দেশে সংগঠনের আহবায়ক রিয়াদুল ইসলাম সাকি বলেন, পিস অর্গানাইজেশন মোংলার একটি সেচ্ছাসেবী সংগঠন। এখানে সকল সদস্যরাই আপনাদের ঘরের সন্তান। এই শীতে আপনারা কষ্ট করবেন, তা মেনে নেয়া যায় না। আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমরা এখানে এসেছি, পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে বলে জানায় তিনি।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত