আজ - শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ১১:২৬

মোদির সফর বাতিলের দাবিতে যশোরে মিছিল।

স্টাফ রিপোর্টার।। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর বাতিলের দাবিতে যশোরে মিছিল করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পাটি (মার্কসবাদী)।

শুক্রবার দুপুরে শহরের ভোলা ট্যাংক রোডের কার্যালয় থেকে মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে দলের কার্যালয়ে এসে মিছিল শেষ হয়।

মিছিল শেষে সংগঠনের কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি নাজিম উদ্দিন, কেন্দ্রীয় সদস্য প্রফেসর ইসরারুল হক, জেলা সেক্রেটারী জিল্লুর রহমান ভিটু, যুব মৈত্রীর কেন্দ্রীয় সদস্য মাসুদুর রহমান প্রমুখ।

সমাবেশে বক্তারা বাংলাদেশে মোদির সফর বাতিলের দাবি জানান।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত