স্টাফ রিপোর্টার।। কুমিল্লায় অস্ত্র-গুলিসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার কুমিল্লার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ জুবায়ের হাসান আরিফ (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার (৫ মে) রাতে রাজধানীর উত্তরার র্যাব-১ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানাধীন ৪নং শশীদল ইউনিয়নের অন্তর্গত মলিকাদিঘী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
এ সময় ৩টি বিদেশি পিস্তল, ১টি একনলা এলজি বন্দুক, ৯টি ম্যাগজিন, ২৬ রাউন্ড গুলি, ৬ রাউন্ড কার্তুজ, ৯৩৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
র্যাব-১ এর অধিনায়ক (সিও) লে. কর্ণেল শাফী উল্লাহ বুলবুল বলেন, কুমিল্লার সীমান্তবর্তী শশীদল এলাকায় গোপনে মাদক-অস্ত্র সরবরাহের গোপন তথ্য পেয়ে র্যাব-১ এর একটি দল সেখানে অভিযানে যায়। শশীদল ইউনিয়ন ভূমি অফিসের সামনে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করে ওই মাদক ও অস্ত্র ব্যবসায়ী আরিফ হোসেনকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরিফ জানান, গোপনে তিনি দীর্ঘদিন যাবত অস্ত্র ও মাদক ব্যবসা করে আসছিলেন। তার বিরুদ্ধে যশোর জেলার কোতয়ালী থানায় অস্ত্র, মাদক ও বিভিন্ন অপরাধে ১০টির বেশি মামলা রয়েছে। তাকে কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানায় সোপর্দ করা হয়েছে।