আজ - বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সন্ধ্যা ৭:৩৯

মোল্লাহাটে বজ্রপাতে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাটে বজ্রপাতে ছালিম শেখ (১৮) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার পৌনে একটার দিকে উপজেলার কামারগ্রাম এলাকায় মাছের ঘেরের জমিতে ধান রোপণ কালে বৃষ্টির মধ্যে বজ্রাঘাতে এ মৃত্যুর ঘটনা ঘটে। ছালিম শেখ অত্র উপজেলার ভান্ডারখোলা গ্রামের ফরিদ শেখের ছেলে।

স্থানীয়রা জানায়, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় মাদ্রাসা ছাত্র ছালিম শেখ তাদের বাড়ির পাশের কমারগ্রাম এলাকায় মাছের ঘেরে কাজ করছিলেন। এমতাবস্থায় আকাশে ঘন কালো মেঘ জমে অনাকাঙ্ক্ষিত বৃষ্টি, তীব্র বাতাস ও বজ্রপাত শুরু হয়। ওই সময় বজ্রাঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে অন্যান্য কৃষকরা মৃতদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

বজ্রপাতে মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন থানা অফিসার ইনচার্জ সোমেন দাশ।বজ্রপাতে এ মৃত্যুর বিষয়ে দুঃখ প্রকাশ করে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেন বলেন, পরিবারটি যদি গরীব হয়, তাহলে তাদেরকে সরকারের পক্ষ থেকে সাহায্য প্রদান করা হবে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত