আজ - শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১২:১০

মোহিত কুমার নাথ করোনাক্রান্ত, সর্বস্তরের নেতাকর্মীদের সুস্থতা কামনা

যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও দৈনিক প্রজন্মের ভাবনা’র প্রকাশক-সম্পাদক মোহিত কুমার নাথ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

তার পরিবারের পক্ষ থেকে সোমবার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

গত চার-পাঁচদিন ধরে তার শরীরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। এরপর তিনি করোনা পরীক্ষার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা দেন। সর্বশেষ, তার করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। তিনি ডাক্তারের পরামর্শ অনুযায়ী বাড়িতেই অবস্থান করছেন। তার সুস্থতা কামনা করে যশোরবাসীর কাছে দোয়া ও আশীর্বাদ প্রার্থনা করেছে তার পরিবার ও শুভাকাঙ্খীরা।
এদিকে, আওয়ামী লীগ নেতা মোহিত কুমার নাথের আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন যশোর সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আরবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহারুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ নেতা মতলেব বাবু, দেয়াড়া মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান, বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম খান রাসেল, রামনগর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মাহামুদ হাসান লাইফ, নওয়াপাড়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক হুমায়ুন কবীর তুহিন, নরেন্দ্রপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মনিরুল ইসলাম হিমু,  যশোর জেলা আওয়ামী মৎসজীবী লীগের যুগ্ন-আহবায়ক ফিরোজ কবীর পিকুল সহ যশোর জেলা, উপজেলা ও শহর আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগের নেতৃবৃন্দ।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত