আজ - মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - ভোর ৫:৪৪

যবিপ্রবিতে ৩০ জনের করোনা সনাক্ত! যশোরে ২৭

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ৩০ জনের করোনাভাইরাস সনাক্ত হয়েছে। আজ ১৭ জুন সকালে ঘোষিত করোনার টেস্টের ফলাফলে এ তথ্য জানা গেছে।
পরীক্ষণ দলের সদস্য ও সহযোগী অধ্যাপক ড. তানভীর ইসলাম যশোরের ১৪২ জনের নমুনা পরীক্ষা করে ২৭ জনের,
নড়াইলের ১ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের, ঝিনাইদহের ৪৫ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের ও সাতক্ষীরার ৬ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের নমুনাতে কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে। আর মাগুরার ১৬ ও বাগেরহাটের ৯ জনের নমুনা পরীক্ষা করে সবগুলোর ফলাফল নেগেটিভ এসেছে।
অর্থাৎ যবিপ্রবির ল্যাবে মোট ২১৯ জনের নমুনা পরীক্ষা করে ৩০ জনের করোনা পজিটিভ এবং ১৮৯ জনের নেগেটিভ ফলাফল এসেছে।

আরো সংবাদ