আজ - বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ১১:৩৫

যশোর ইন্সটিটিউট নির্বাচন : বিজয়ী যারা।

স্টাফ রিপোর্টার।। যশোর ইনস্টিটিউটের ত্রি-বার্ষিক নির্বাচনে ডা. আবুল কালাম আজাদ লিটু ও কাসেদুজ্জামান সেলিম নেতৃত্বাধীন সংস্কার ও উন্নয়ন সমিতি নিরঙ্কুুশ বিজয়লাভ করেছে। ২০টির মধ্যে এই প্যানেল পেয়েছে ১৮ এবং ড. মোস্তাফিজুর রহমান ও এজেডএম সালেক নেতৃত্বাধীন পরিবর্তন ও উন্নয়ন সমিতি পেয়েছে মাত্র ২ টি।

বিজয়ীরা হলেন, ডা. আবুল কালাম আজাদ লিটু (১৮৪২ ভোট), কবি কাসেদুজ্জামান সেলিম (১৬৩০ ভোট), মোহাম্মদ ইসহক (১৫৭২ ভোট), আব্দুর রাজ্জাক (১৫২৩ ভোট), এমএস আকসাদ সিদ্দিকী শৈবাল (১৩৯৮ ভোট), অ্যাড. চুন্নু সিদ্দিকী (১৩৯৬ ভোট), এস নিয়াজ মোহাম্মদ (১৩৮২ ভোট), আহসান হাবিব পারভেজ (১৩৫০ ভোট), অধ্যক্ষ মুস্তাক হোসেন শিম্বা (১৩৪৮ ভোট), অ্যাড. শাহরিয়ার বাবু (১৩৪৪ ভোট), এসএম আজহার হোসেন স্বপন (১৩০৬ ভোট), রওশন আরা রাসু (১২৯৯ ভোট), অ্যাড. মোয়াজ্জেম হোসেন চৌধুরী টুলু (১২৭৯ ভোট), এএম মহিউদ্দিন লালু (১২৭৯ ভোট), এজেডএম সালেক স্বপন (১২৪৭ ভোট), মুস্তাফিজুর রহমান মুস্তাক (১২৩৭ ভোট), আবু সেলিম রানা (১২১১ ভোট), আব্দুর রহমান কিনা (১১৮৮ ভোট), শেখ রাকিবুল আলম জয় (১১৮২ ভোট) এবং মিনারা খন্দকার (১১৬৭ ভোট)।

এছাড়া প্রতিদ্বন্দী প্রার্থী আব্দুস সবুর নান্নু চাকলাদার (১১৬৬ ভোট), কাজী লুৎফুন্নেসা (১১১৮ ভোট), শ্রাবস্তী আহম্মেদ (১০৬৮ ভোট), সানোয়ার আলম খান দুলু (১০৫৭ ভোট), মাহমুদ হাসান বুলু (১০৩০ ভোট), বিনয় কুষ্ণ মল্লিক (১০১৫ ভোট), ড. মোস্তাফিজুর রহমান (৯৮১ ভোট), শহীদ আনোয়ার (৯৭২ ভোট), ডা. জহিরুল ইসলাম (৯৬৯ ভোট), হাচিনুর রহমান (৯০৮ ভোট), এমরান সাদিক (৮৮১ ভোট), প্রশান্ত দেবনাথ ((৮৫৮ ভোট), আমিনুর রহমান হিরু (৮৫৩ ভোট), চৌধুরী আশরাফুল ইসলাম (৮৪৮ ভোট), মোস্তাফিজুর রহমান কাবুল (৮৪৮ ভোট), শাহিন ইকবাল (৮৪০ ভোট), এসএম মুস্তাফিজুর রহমান কবির (৮২০ ভোট), ইবাদত আলী (৮১০ ভোট), সুখেন মজুমদার (৮০৩ ভোট), এবং অ্যাড, আবুল কায়েস (৭৪৫ ভোট) ভোট পেয়েছেন।

নির্বাচনে মোট ৩০৯৫ ভোটারের মধ্যে ২৪৯৫ তাদের ভোট প্রয়োগ করেন। এর মধ্যে ১১২ টি ভোট বাতিল হয়েছে।

আরো সংবাদ