স্টাফ রিপোর্টার :: পদ-পদবি পরির্বতনের দাবিতে যশোরে কালেক্টরেট কর্মচারীরা দু’ঘণ্টা কর্মবিরতি পালন করেছে। পরে জেলা কালেক্টরেট সহকারি সমিতি সংক্ষিপ্ত সমাবেশ করে। বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
নেতৃবৃন্দ বলেন, অফিস সুপার, সিএ কাম ইউডিএ, প্রধান সহকারী, ট্রেজারি হিসাবরক্ষক, হেড অ্যাসিস্ট্যান্ট কাম একাউন্টেন্ট ও উচ্চমান সহকারি থেকে প্রশাসনিক কর্মকর্তা, অফিস সহকারি, পরিসংখ্যান সহকারি, রেকর্ড ক্লার্ক, সার্টিফিকেট সহকারী, একাউন্টেন্ট ক্লার্ক, টাইপিস্ট কপিস্ট, অফিস সহকারী কাম কম্পিউটার মূদ্রাক্ষরিক, নাজির কাম ক্যাশিয়ার, সার্টিফিকেট পেশকার, মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী থেকে সহকারী প্রশাসনিক কর্মকর্তা, স্টেনো টাইপিস্ট থেকে ব্যক্তিগত কর্মকর্তা ও স্টেনো টাইপিস্ট থেকে সহকারী ব্যক্তিগত কর্মকর্তা পদে পদ পরির্বতন করতে হবে।তাদের দাবি দ্রুত বাস্তবায়ন না হলে তারা লাগাতার কর্মসূচি দেয়ার হুমকি দেন। এতে বক্তব্য রাখেন জেলা কালেক্টরেট সহকারী সমিতির সভাপতি ফিরোজ আহমেদ, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, সহ-সভাপতি আতিয়ার রহমান, শেখ জালাল উদ্দীন ও আনোয়ার হোসেন।