
যশোরের মণিরামপুরে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে নার্গিস বেগম (৫৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে। মঙ্গলবার সন্ধ্যার দিকে কেশবপুর সেনা ক্যাম্পের সেনাসদস্য ও মণিরামপুর থানা পুলিশ মণিরামপুর উপজেলার ঝাঁপা বাজার থেকে তাকে আটক করা হয়। এ সময় নার্গিস বেগমের দোকান ও বাড়িতে অভিযান চালিয়ে ৪৬৭ পিছ ইয়াবা, ২৫০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির ৬৫৪০ টাকা, ১ টি মোবাইল ফোন, ৩টি এনআইডি কার্ড উদ্ধার করা হয়৷
আটক নার্গিস বেগম ঝাঁপা গ্রামের সাইদুর রহমানের স্ত্রী। অভিযানের সময় তার স্বামী সাইদুর রহমান সেনা ও পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছেন বলে স্থানীয়ও জানিয়েছেন। অভিযানে আটক নার্গিস ও মাদক দ্রব্য মণিরামপুর থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে মণিরামপুর থানায় আটক নার্গিসের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা রুজু হয়। বুধবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে ওসি তদন্ত বদরুজ্জামান জানিয়েছেন।