আজ - শনিবার, ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - সন্ধ্যা ৬:১৮

যশোর কেশবপুরে পুলিশের অভিযানে পর্নোগ্রাফি ভিডিও ব্যবসায়ীকে আটক।

কেশবপুরে পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় খলিলুর রহমান (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার রাতে উপজেলার মুলগ্রাম বাজার থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে অপরাধকর্মে ব্যবহৃত একটি স্মার্টফোন জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, খলিলুর রহমান দীর্ঘদিন ধরে পর্ণোগ্রাফি ছড়িয়ে দেয়ার সঙ্গে জড়িত ছিল বলে অভিযোগ পাওয়া যায়। এরই ভিত্তিতে কেশবপুর থানায় পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। মামলার তদন্তকালে তথ্য-প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে থানা পুলিশ। পরে সোমবার রাতে মুলগ্রাম বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত খলিলুর রহমান উপজেলার জাহানপুর গ্রামের আব্দুল করিম সরদারের ছেলে। পুলিশ জানিয়েছে, পর্ণোগ্রাফি ছড়িয়ে দেয়া সমাজের জন্য মারাত্মক ক্ষতিকর এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে তারা।
এ বিষয়ে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন দৈনিক স্পন্দনকে জানান, খলিলুর রহমানকে আদালতে সোপর্দ করা হয়েছে। পর্ণোগ্রাফি ছড়ানোর মতো অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->