আজ - শনিবার, ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - সন্ধ্যা ৬:৪৬

যশোর খড়কীতে রিক্সাচালক কে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা চেস্টা।

যশোরের খড়কিতে রিক্সাচালককে ডেকে নিয়ে ছুরিকাঘাত করেছে সন্ত্রাসীরা। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত ১০টার পর আপনমোড়ে। আহত রিক্সাচালক জাহিদুল গাজী ওই এলাকার ভাড়াটিয়া ও খুলনা জেলার পাইকগাছা থানার গজালিয়া গ্রামের জব্বার আলী গাজীর ছেলে।আহত জাহিদুলকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জাহিদুল ও তার স্বজনেরা জানান, তাকে ফোন করে ডেকে নিয়ে গিয়ে তৈমুর নামে এক ব্যক্তি। তার সাথে আরও কয়েকজন ছিলো। কিছু বুঝে উঠার আগেই তাকে ছুরিকাঘাত করে সন্ত্রাসীরা। পরে সটকে তারা পরে। স্থানীয়রা উদ্ধার করে জাহিদুলকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ কাজী বাবুল বলেন, ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন শেষে খোজ খবর নেয়া হচ্ছে।

এদিকে, স্থানীয় একটি সূত্র জানায় জাহিদুলের সাথে উঠতি বয়সী কয়েক যুবকের কথাকাটাকাটি হয়। সেই সূত্র ধরেই এ হামলা চালাতে পারে বলে আশঙ্কা করছেন অনেকেই।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত