আজ - শনিবার, ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - সন্ধ্যা ৬:৩০

যশোর চুড়ামনকাঠি সড়কে গেলো সবজী বিক্রেতার প্রান।

প্রতিদিনের ন্যায় সবজি বেঁচে বাড়ি ফেরা হলো না জাকির হোসেনের । তিনি শুক্রবার সকালে তরকারী বেচে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মারা যান। এ ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জানা যায়, শুক্রবার সকালে যশোর চৌগাছা সড়কের চুড়ামনকাটি বাজারের অদূরে ঋষিপাড়া নামক স্থানে সড়ক দুর্ঘটনা একজন নিহত ও একজন আহত হয়েছে। নিহত বাগডাঙ্গা গ্রামের মৃত খবির উদ্দিনের ছেলে জাকির হোসেন।

পুলিশ সূত্রে জানা যায় নিহত জাকির হোসেন ও একই গ্রামের মাস্টার মোস্তাফিজুর রহমান সকালে সবজি বিক্রি করতে চুড়ামনকাটি বাজারে যান।তারা তরকারি বিক্রি করে অটো ভ্যান গাড়িতে বসে বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়া সাড়ে আটটার দিকে। এসময় সময় চুড়ামনকাটি ঋষিপাড়ার সামনে পৌঁছাইলে ভ্যান গাড়ির সামনে হঠাৎ একটি ছাগল চলে আসায় ছাগল বাঁচাতে গিয়ে ভ্যান গাড়ি উল্টে জাকিরের শরীরের উপরে পড়ে এতে তিনি গুরুতর আহত হয় । পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতাল নিয়ে আসেন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে চিকিৎসকরা ঢাকায় রেফার করেন।ঢাকায় যাওয়ার পথে মধ্যে তিনি বেলা ১১.০০ সময় মারা যান। আপর আহত ব্যক্তি মোস্তাফিজুর রহমান চিকিৎসাধীন রয়েছেন।
এ ব্যাপারে সাজিয়ালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আব্দুর রউফ জানান, লাশের সুরতহাল রিপোর্ট শেষে ও আইনগত ব্যবস্থা শেষ হলে পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হবে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত