আজ - শনিবার, ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - রাত ৮:৪৮

যশোর চুড়ামনকাঠিতে পিটিয়ে যুবকের লাখ টাকা ছিনতায়।

যশোর সদর উপজেলার চুড়ামনাঠির ঝাউদিয়ায় এক ব্যক্তির কাছ থেকে এক লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। হামলায় আহত হয়েছেন ওই এলাকার রবিউল বিশ্বাসের ছেলে রুবেল (৩০)।

আহত রুবেল জানান, শুক্রবার দুপুর দেড়টার দিকে শহর থেকে ইজিবাইক কেনার জন্য এক লাখ টাকা নিয়ে বাড়ি ফেরার পথে ঝাউদিয়া পূর্বপাড়া এলাকায় পৌঁছালে স্থানীয় রাজু (৩৫), শফিকুল (৩৮) ও ইমরান (২২) তার গতিরোধ করে। পরে তারা হাতুড়ি, ইট ও লাঠি দিয়ে রুবেলকে মারধর করে টাকাগুলো ছিনিয়ে নেয়।

রুবেল আরও বলেন, “ঘটনার পর সাজিয়ালী পুলিশ ফাঁড়ির ইনচার্জকে বিষয়টি জানাই। তিনি আমাকে ৯৯৯-এ ফোন করার পরামর্শ দেন। পরে ৯৯৯-এ ফোন করলে কোতয়ালী থানায় অভিযোগ দিতে বলা হয়। দুপুর আড়াইটার দিকে থানায় অভিযোগ দিলে তা তদন্তের জন্য সাজিয়ালী পুলিশ ফাঁড়িকে দায়িত্ব দেওয়া হয়।

পরে আহত রুবেল নিজ বাড়িতে ফিরে যান। রাতের দিকে শারীরিক অবস্থার অবনতি হলে রাত ৯টা ৪৫ মিনিটে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, রুবেলের অবস্থা আশঙ্কামুক্ত।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->